রং বদলে অত্যাচার বিজেপির, কেশপুর হবে ওদের শেষপুর

কেশপুরে অত্যাচার চলত সিপিএমের। এই কেশপুরই সিপিএমের শেষপুর হয়েছিল। এখন রং বদলে বিজেপি সেই অত্যাচারী সিপিএমের স্থান নিয়েছে।

Must read

প্রতিবেদন : কেশপুরে অত্যাচার চলত সিপিএমের। এই কেশপুরই সিপিএমের শেষপুর হয়েছিল। এখন রং বদলে বিজেপি সেই অত্যাচারী সিপিএমের স্থান নিয়েছে। নির্বাচন কমিশনকে করেছে তাদের দোসর। এই কেশপুরই হবে বিজেপির শেষপুর। ঝাড়গ্রাম যাওয়ার পথে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনতার উদ্দেশে বললেন, নিজেদের অধিকার বুঝে নিতে ভোটার তালিকায় নাম তুলুন। সংশোধনী নিয়ে সতর্ক হোন।

আরও পড়ুন-রাখির উপর মন্দিরের ছবি ফোটাতে ব্যস্ত পাঁচমুড়ার টেরাকোটা শিল্পীরা

এদিন বিপুল জনসমাগম দেখে কেশপুরের মোড়ে গাড়ি থামান মুখ্যমন্ত্রী। রোগী নিয়ে একটি অ্যাম্বুল্যান্সও আটকে পড়ে। মুখ্যমন্ত্রী চটজলদি পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন সেই অ্যাম্বুল্যান্সকে পথ করে দিতে। তারপর বলেন কেশপুরের জামশেদ ভবনের কথা। সেদিনের সিপিএমই এখন বিজেপি হয়েছে। সেদিন বলেছিলাম সিপিএমের শেষপুর হবে কেশপুর। আজ বলে যাচ্ছি, বিজেপির শেষপুর এই কেশপুর। এদিন পরিযায়ী শ্রমিকদের ভিনরাজ্যে না যাওয়ার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পরিযায়ী শ্রমিকদের জন্য পোর্টালে আবেদন করুন। রাজ্যেই কাজের সুযোগ রয়েছে, কর্মশ্রী আছে। বাংলায় থাকুন। মুম্বই-দিল্লি গিয়ে বিজেপির হাতে অত্যাচারিত হওয়ার দরকার নেই।

Latest article