জাতীয়

বিজেপির ভোটমুখী রাজনীতি ফাঁস মালার প্রশ্নে

নয়াদিল্লি: কেন্দ্রের বিজেপি সরকার যে দলীয় স্বার্থরক্ষায় ভোটমুখী রাজনীতি করে তা সংসদে রেলমন্ত্রীর দেওয়া উত্তরেই ফাঁস হয়ে গেল। রেলের উৎসবকালীন ট্রেন চলাচল নিয়ে লোকসভায় প্রশ্ন তুলেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়। বিশেষত, বাংলার দুর্গাপূজা এবং বিহারের ছট পূজার জন্য বিশেষ ট্রেনের সংখ্যা ও গত পাঁচ বছরের রুট-ভিত্তিক তথ্য জানতে চান তিনি। এই সূত্রেই উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য।দেখা যাচ্ছে, সদ্যসমাপ্ত বিহার বিধানসভার নির্বাচনের আগে উৎসবের নামে গত বছরের তুলনায় অভূতপূর্ব সংখ্যায় বিশেষ ট্রেনের সংখ্যা ৪,৩১০ বাড়ানো হয়েছিল।

আরও পড়ুন-স্মার্টফোনে আর বাধ্যতামূলক নয় ‘সঞ্চার সাথী’ প্রি-ইনস্টলেশন

তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যুক্তি দেন, ভারতীয় রেলওয়ে যেহেতু একাধিক রাজ্যের সীমানা জুড়ে কাজ করে, তাই বিশেষ ট্রেন পরিষেবাগুলি কোনও একটি নির্দিষ্ট রাজ্য বা উৎসবের জন্য আলাদাভাবে ঘোষণা করা হয় না, বরং সমগ্র নেটওয়ার্কের প্রয়োজন এবং যাত্রীদের ভিড়ের চাহিদা অনুযায়ী চালু করা হয়। তিনি জানান দুর্গাপূজা, দেওয়ালি এবং ছট পূজার মতো প্রধান উৎসবগুলির সময় নিয়মিত ট্রেনের অতিরিক্ত হিসাবে রেল ব্যাপক সংখ্যক বিশেষ ট্রিপ চালায়। রেল মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, শুধু ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর সময়ের মধ্যে ভারত জুড়ে মোট ১২,৩০০-এরও বেশি বিশেষ ট্রিপ পরিচালনা করা হয়েছে। রেলের দেওয়া তথ্যে দেখা যায়, ২০২২ সালে যেখানে এই বিশেষ ট্রিপের সংখ্যা ছিল ২,৬১৪, তা ২০২৩ সালে বেড়ে দাঁড়ায় ৪,৪৪০টিতে। পরের বছর, অর্থাৎ ২০২৪ সালে সংখ্যাটি ছিল ৭,৯৯০ এবং সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে তা ১২,৩০০-এর মাইলফলক অতিক্রম করেছে।

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

9 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

9 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

9 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

10 hours ago