নয়াদিল্লি : কৃষকরা তাঁদের ট্রাক্টর প্রস্তুত রাখুন। যে কোনও সময় আন্দোলন শুরু হতে পারে। উত্তরপ্রদেশের মুজাফফরপুরে বিক্ষোভরত কৃষকদের উদ্দেশে বললেন ভারতীয় কিসান ইউনিয়ন (বিকেইউ) নেতা রাকেশ টিকায়েত (BKU Leader Rakesh Tikait)। তিনি বলেন, সরকারের কাছে আমাদের কিছু দাবি রয়েছে। এর মধ্যে রয়েছে, ন্যূনতম সহায়ক মূল্য আইন কার্যকর করা, দেশে স্বল্পমূল্যে ফসল বিক্রির জন্য একটি আইন প্রণয়ন, অগ্নিপথ যোজনা ও বিদ্যুৎ যোজনা বাতিলের দাবির মতো বিষয়। টিকায়েত বলেন, কৃষকদের নিজেদের ট্রাক্টর প্রস্তুত রাখতে বলা হয়েছে, অবশ্যই আবার আন্দোলন হবে। এই দাবিগুলি নিয়ে কৃষকরা কোনও সমঝোতায় রাজি হবেন না, আর সরকারও আন্দোলন ছাড়া ওই দাবিগুলি মানতে রাজি হবে না। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে আন্দোলনের জন্য। রাকেশ টিকায়েত (BKU Leader Rakesh Tikait) আরও বলেন, বিরোধীদের সংগঠিত হওয়া উচিত। কারণ সরকার অসৎ ও গুন্ডা হয়ে উঠেছে এবং সরকারি বা সাংবিধানিক সংস্থাগুলির অপব্যবহার করছে৷ এই কেন্দ্রীয় সরকারের চেয়ে বড় মিথ্যাবাদী কেউ নয়। মিথ্যাবাদীদের আন্তর্জাতিক প্রতিযোগিতা হলে সরকার তাতে স্বর্ণপদক জিততে পারে। মোদি সরকার দেশের বড় বড় কোম্পানিগুলোকে সাহায্য করছে। সরকারের নীতি হচ্ছে দেশকে দরিদ্র থেকে দরিদ্রতর করা। এটা এড়াতে বড় আন্দোলনের প্রয়োজন হবে। এতে রেলের কর্মচারী থেকে শুরু করে শিক্ষার্থী ও বেকার সবাইকে অংশ নিতে হবে। অগ্নিপথ প্রকল্প নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করে রাকেশ টিকায়েত বলেছেন, চার বছর পরে যুবকদের কি কাজ ছেড়ে দিতে বলা হবে? কেউ কি ২৪ বছর বয়সে অবসর নেয়?