নেপালের ব্ল্যাক-ডে, বলছেন অভিনেত্রী মনীষা কৈরালা

তাঁর মাতৃভূমিতে বিদ্রোহের আগুন জ্বলছে। মুম্বইয়ে বসেও তাই মানসিক অশান্তিতে ছটফট করছেন বলিউড অভিনেত্রী তথা নেপালের ভূমিকন্যা মনীষা কৈরালা।

Must read

মুম্বই : তাঁর মাতৃভূমিতে বিদ্রোহের আগুন জ্বলছে। মুম্বইয়ে বসেও তাই মানসিক অশান্তিতে ছটফট করছেন বলিউড অভিনেত্রী তথা নেপালের ভূমিকন্যা মনীষা কৈরালা। তাঁর পরিবার দেশের রাজনৈতিক ক্ষমতার শীর্ষে বহু বছর ধরে। দাদু ছিলেন একদা নেপালের প্রধানমন্ত্রী। জন্মলগ্ন থেকেই নেপালের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে পরিচিতি তাঁর। এবার দেশের অরাজক পরিস্থিতি আর রক্তপাত দেখে তিনিও গভীরভাবে বিচলিত।

আরও পড়ুন-দুর্নীতি, বেকারত্ব, স্বজনপোষণে স্বপ্নভঙ্গ আমজনতার, নেপালের গণঅভ্যুত্থানের নেপথ্যে কি রাজতন্ত্র ফিরিয়ে আনার চক্রান্ত?

অগ্নিগর্ভ পরিস্থিতি দেখে মনীষা কৈরালা বলছেন, আজ নেপালের জন্য ব্ল্যাক- ডে। নেপালের কমিউনিস্ট পার্টির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ ধূমায়িত হচ্ছিল অনেকদিন ধরেই। সম্প্রতি সরকার সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পর যুবসমাজের ক্ষোভের আগুনে ঘৃতাহুতি হয়। তরুণ প্রজন্মের মারমুখী আন্দোলন আছড়ে পড়েছে ক্ষমতাশালী ও দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। হিমালয়ের কোলে আপাত শান্ত রাষ্ট্র এখন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশ-নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে মৃত্যু হয়েছে ২২ জনের। আহত শতাধিক। আন্দোলনের চাপে নেপালের প্রধানমন্ত্রী ওলি পদত্যাগে বাধ্য হয়েছেন। বিপাকে পড়ে সোশ্যাল মিডিয়ার উপর জারি হওয়া নিষেধাজ্ঞাও প্রত্যাহার করেছে ওলি সরকার, তবে বিক্ষোভের আগুন অব্যাহত। পরিস্থিতি দেখে মুম্বইয়ে বসেই অশান্ত মাতৃভূমির জন্য হাহাকার মনীষা কৈরালার। কাঠমান্ডুর এক অভিজাত রাজনীতিক পরিবারে জন্ম মনীষার। নেপালি রাজনীতিবিদ প্রকাশ কৈরালার কন্যা তিনি। তাঁর দাদু বিপি কৈরালা নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। মাতৃভূমির অশান্ত আন্দোলন দেখে সোশ্যাল মিডিয়ায় রক্তমাখা জুতোর ছবি শেয়ার করে মনীষা কৈরালা লিখেছেন, দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ এবং ন্যায়বিচারের দাবিতে সরব হওয়া জনগণকে বুলেট দিয়ে উত্তর দেওয়া হচ্ছে! আজ নেপালের জন্য ব্ল্যাক ডে। অভিনেত্রীর এই পোস্টে সমর্থন জানিয়েছেন বহু মানুষ।

Latest article