সংবাদদাতা, শিলিগুড়ি : বছরের শুরুতেই তুষারপাতে আনন্দ পেয়েছিলেন পর্যটকরা। কিন্তু সেই তুষারই এখন ডেকে এনেছে বিপত্তি! কারণ সিকিম ঢেকেছে ‘ব্ল্যাক আইস’-এ (Black Ice)। সতর্কতার কারণে প্রশাসন বন্ধ করে দিয়েছে পর্যটনকেন্দ্রগুলি। পর্যটকদের জন্য জারি হয়েছে নিষেধাজ্ঞা। কী এই ব্ল্যাক আইস বা কালো বরফ? রং কালো নয়। দৃশ্যত স্বচ্ছ। যা একেবারে রাস্তার সঙ্গে মিশে যায়। আলো ফেলে দেখা যায় সেই স্বচ্ছ আস্তরণ। এর ফলে রাস্তা পিছল হয়। এই রাস্তায় শুধু যানবাহনই নয়, হাঁটাও বিপজ্জনক। ঘটে দুর্ঘটনা। বর্তমানে এই কালো বরফই সিকিমের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে নাথু লা, ছাঙ্গু লেক, ১৫ মাইলের মতো পর্যটনকেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু পূর্ব বা উত্তর সিকিম নয়, রাতভর তুষারকণা আছড়ে পড়েছে দার্জিলিংয়ের সান্দাকফু, ফালুটের মতো এলাকাগুলিতেও। উল্লেখ্য, মঙ্গলবার রাত থেকে ব্যাপক তুষারপাত শুরু হয়ছে। বুধবার ছাঙ্গু, নাথু লা ও বাবা মন্দিরের পারমিট ইস্যু করা হয়নি। একই ভাবে পর্যটকদের এদিন জুলুক পর্যন্ত যেতে দেওয়া হলেও নিরাপত্তার কারণে থাম্বি ভ্যালির পারমিট দেওয়া হয়নি। লাচুং থেকে পর্যটকদের ইয়ুমথাং পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়। জিরো পয়েন্টে কোনও পর্যটককে যেতে দেওয়া হয়নি। লাচেনেও গুরুদোঙমা লেকে পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। সেনা সূত্রে জানা গিয়েছে, প্রবল তুষারপাতের কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। প্রচণ্ড বরফ পড়ছিল বলে পর্যটক এলাকায় ব্ল্যাক আইস (Black Ice) সৃষ্টি হয়েছে। এতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা প্রবল। সেই বিপদ যাতে না ঘটে, সেই কারণে এদিন পারমিট নিয়ন্ত্রণ করা হয়েছে। ১১ জানুয়ারি ফের তুষারপাতের সম্ভবনা রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে।
আরও পড়ুন- চট্টগ্রামের তিন মন্দিরে হামলা