কালাজাদু! লীলাবতী হাসপাতালে ট্রাস্টি অফিসের নীচে হাড়, মানুষের চুল উদ্ধার

এবার কালাজাদুর ঘটনাতেও আদালতের নির্দেশে তদন্ত শুরু। এখনও পর্যন্ত তিনটি এফআইআর রুজু হয়েছে বলে খবর।

Must read

মুম্বইয়ের নামী হাসপাতালে ট্রাস্টি অফিসের নীচে পাওয়া গেল হাড়, মানুষের চুল। দেশের অন্যতম বড় লীলাবতী হাসপাতালে (Lilavati Hospital) কালাজাদু! অভিযোগ পেয়েই হাসপাতালে তল্লাশি পুলিশের (Mumbai Police)।

আরও পড়ুন-দোল উপলক্ষে কলকাতার কমপক্ষে ৬৬টি ঘাটে কড়া নজরদারি পুলিশের

দেশের প্রথম সারির হাসপাতালের নামের তালিকায় লীলাবতীর নাম একাধিকবার উঠে আসে। বলিউডের (Bollywood) অভিনেতা -অভিনেত্রীরা অসুস্থ হলেই সবার আগে এই হাসপাতালে ভর্তি হন। সম্প্রতি ছুরিকাহত হয়ে লীলাবতীতে চিকিৎসাধীন ছিলেন সইফ আলি খান (Saif Ali Khan)। সেলেবদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা হাসপাতালে এবার মিলল কলসিতে রাখা মানুষের হাড়, মাথার চুল! হাসপাতালের বর্তমান ট্রাস্টিরা দাবি করেন, আগের পরিচালন কমিটির সদস্যরা তহবিল থেকে ১,২০০ কোটি টাকা নয়ছয় করেছেন। এই অভিযোগের তদন্তে উঠে এলো কালাজাদু তত্ত্ব। জানা গেছে, পরিচালন কমিটির বর্তমান সদস্যদের অফিসের নীচে খনন চালিয়ে আটটি পাত্র উদ্ধার করা হয়েছে, যাতে হাড় ও মানুষের চুল পাওয়া গেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন হাসপাতালের প্রতিষ্ঠাতা কিশোর মেহতার ভাই বিজয় মেহতা ও তাঁর পরিবারের সদস্যরা। ২০২৩ সালে কিশোরের মৃত্যুর পর ছেলে প্রশান্ত মেহতা স্থায়ী ট্রাস্টি হন এবং দায়িত্ব নেওয়ার পরই হাসপাতালের তহবিল ঘেঁটে দেখেন। উঠে আসে তছরুপের ঘটনা। এবার কালাজাদুর ঘটনাতেও আদালতের নির্দেশে তদন্ত শুরু। এখনও পর্যন্ত তিনটি এফআইআর রুজু হয়েছে বলে খবর।

Latest article