ব্ল্যাক প্যান্থারের দেহ উদ্ধার টুংলের জঙ্গলে

Must read

বাসুদেব ভট্টাচার্য, জলপাইগুড়ি: বিরল মেলানিস্টিক লেপার্ড(ব্ল্যাক প্যান্থার)-এর (Black Panther) দেহ উদ্ধার। রবিবার দার্জিলিংয়ের মানেভঞ্জন এবং ধোত্রের মাঝখানে টুংলের জঙ্গলে উদ্ধার হয় দেহটি। বিরল এই বাঘের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে বন দফতরেও। মৃত মেলানিস্টিক লেপার্ডটির বয়স আনুমানিক ২ বছর। পুরুষ এই লেপার্ডটির গায়ে প্রচুর ক্ষতের চিহ্নও রয়েছে। সেই সঙ্গে রয়েছে কামড়ের চিহ্নও। বনকর্তাদের অনুমান, সঙ্গিনী দখলের লড়াইয়ে মৃত্যু হয়েছে লেপার্ডটির। তবে কোনও চোরাশিকারির আক্রমণে মৃত্যু হয়েছে কি না তাও তদন্ত করা হচ্ছে বন দফতরের তরফে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ বন্যপ্রাণ বিভাগের বনপাল রাজেন্দ্র জাখর। মৃতদেহটিকে (Black Panther) ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সোমবার ময়না তদন্ত হবে। তারপরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে বনকর্তারা জানিয়েছেন। এমনিতেই এই প্রজাতির প্রাণীর সংখ্যা খুব কম। তার ওপর এই মৃত্যু বন দফতরের কর্তাদের বেশ ভাবাচ্ছে।

আরও পড়ুন: ডগ স্কোয়াডকে ঢেলে সাজাচ্ছে কলকাতা পুলিশ

Latest article