বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : সত্যজিৎ রায় অনূদিত ‘ব্রাজিলের কালোবাঘ’ গল্পটার কথা মনে আছে? এক ব্ল্যাক প্যান্থারকে নিয়েই গল্পটা। সেই ব্ল্যাক প্যান্থার বেশ বিরল প্রজাতির প্রাণী। আমাদের দেশে বক্সার জঙ্গলে আছে। যদিও তাদের দেখা খুব একটা মেলে না।
আরও পড়ুন-Mahua Moitra: নতুন পদের জন্য মুখ্যমন্ত্রীকে টুইটারে ধন্যবাদ জানালেন মহুয়া মৈত্র
পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়েছে এবং তারা অবলুপ্ত হয়ে গিয়েছে, এমন সন্দেহও ছিল। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে ফের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে দেখা মিলল কালো চিতাবাঘের। তবে ক্যামেরাচক্ষুতে। এর আগেও বেশ কয়েকবার ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়েছে বন দফতরের ক্যামেরা ও এক ট্যুরিস্ট গাইডের ক্যামেরায়।
আরও পড়ুন-Manipur Terrorism: মণিপুরে জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বন দফতর সূত্রে জানা গিয়েছে, বক্সা ব্যাঘ্র প্রকল্পের সংরক্ষিত বনাঞ্চলে, বন দফতরের পক্ষ থেকে বসানো ট্র্যাপ ক্যামেরায় রাতের বেলায় দুটি ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়েছে। ওদের উপস্থিতিই প্রমাণ করছে, বক্সার জঙ্গলের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়নি। তাই খুশির হাওয়া বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাধিকারিক ও বনকর্মীদের মধ্যে।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা বুদ্ধরাজ সেওয়া বলেন, ‘‘বক্সার জঙ্গলে ব্ল্যাক প্যান্থার আছে, সম্প্রতি আমাদের ক্যামেরায় খুব ভালভাবে সেটা দেখা গিয়েছে।’’ বক্সার জঙ্গলের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এগিয়ে আসতে অনুরোধ করেছেন তিনি।