সংবাদদাতা, আসানসোল : জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস কারখানার একাংশ, সোমবার দুপুরে। ভারতের অন্যতম প্রাচীন এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটির স্টিল ফাউন্ড্রি বিভাগে বিশাল জোরে এক বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। বিস্ফোরণের শব্দ শুনে প্রাণভয়ে পালাতে শুরু করেন কারখানায় কর্মরত কর্মী-অফিসাররা। এই বিস্ফোরণের ফলে ওই বিভাগেরই সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার সত্যব্রত ধর ও ঠিকাকর্মী রামবাবু প্রসাদ গুরুতর রূপে আহত হয়েছেন।
আরও পড়ুন-কেন্দ্রের বঞ্চনার জবাব এবার দেবেন শ্রমিকেরা
তাঁদের দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন কেবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ফাউন্ড্রি সেকশন পরিদর্শনে আসেন সংস্থার জেনারেল ম্যানেজার সতীশকুমার কাশ্যপ। কারখানার কর্মীদের মধ্যে রয়েছে এখনও ব্যাপক আতঙ্ক। তবে কীভাবে ঘটল এই বিস্ফোরণ সে ব্যাপারে কিছু জানা যায়নি। কর্মীদের অনেকেরই অভিযোগ, কেন্দ্রীয় সংস্থাগুলোর প্রতি কেন্দ্রের চরম ঔদাসীন্য দেখা যাচ্ছে। তারই জেরে কখনও দুর্গাপুরে, কখনও চিত্তরঞ্জনে কারখানায় দুর্ঘটনা ঘটছে। ভুগতে হচ্ছে কর্মীদের।