কাবুলে রুশ দূতাবাসের সামনে আত্মঘাতী বিস্ফোরণ, হত ২০

Must read

প্রতিবেদন : কাবুলে রুশ দূতাবাসের (Blast at Russia Embassy in Kabul) সামনে আত্মঘাতী বিস্ফোরণ। সোমবার সকালের এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন দুই রুশ (Blast at Russia Embassy in Kabul) কূটনীতিক-সহ কমপক্ষে ২০ জন। জখম হয়েছেন ১৪ জন। এঁদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক। আহতেরা সকলেই হাসপাতালে ভর্তি। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়বে। বিস্ফোরণের পর গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। বিস্ফোরণের পরেই তালিবান সরকারের নিরাপত্তাকর্মী ও পুলিশ গিয়ে দূতাবাস(Embassy) ঘিরে ফেলে। শুরু হয় তল্লাশি অভিযান। এদিনের হামলার নিন্দা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই লাভরভ। রুশ দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের বিবৃতি উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার সকালে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি দূতাবাসের সামনে ঘোরাঘুরি করছিল। সন্দেহজনক গতিবিধির কারণে নিরাপত্তাকর্মীরা তাকে প্রশ্ন করতে গেলে ওই জঙ্গি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। এক নিরাপত্তাকর্মী গুরুতর জখম হন। তখন অপর এক নিরাপত্তারক্ষী ওই জঙ্গিকে লক্ষ্য করে পাল্টা গুলি চালালে সে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। বিস্ফোরণের প্রবল অভিঘাতেই বেশ কয়েকজন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। প্রাথমিক খবরে পুলিশের অনুমান, আত্মঘাতী হামলায় মৃতদের মধ্যে দুই রুশ কূটনীতিক আছেন। তালিবান আফগানিস্তান দখলের পর বহু দেশ কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দিলেও রাশিয়া তাদের দূতাবাস খোলা রাখে।

আরও পড়ুন: হারলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক, ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী লিজ

Latest article