দুর্ঘটনা এড়াতে ব্লাইন্ড স্পট মিরর

কলকাতা পুলিশের তৎপরতায় দুর্ঘটনার সংখ্যা অনেক কমে গিয়েছে শহরে। কিন্তু এই সংখ্যাকে শূন্যতে নামানোই লক্ষ্য প্রশাসনের।

Must read

প্রতিবেদন: কলকাতা পুলিশের তৎপরতায় দুর্ঘটনার সংখ্যা অনেক কমে গিয়েছে শহরে। কিন্তু এই সংখ্যাকে শূন্যতে নামানোই লক্ষ্য প্রশাসনের। তাই এবার ব্লাইন্ড স্পট মিরর লাগানোর পরামর্শ। বাসে ব্লাইন্ড স্পট মিরর লাগানোর পরামর্শ কলকাতা ট্রাফিক পুলিশের। শুক্রবার মহাজাতি সদনে হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ড ও জোড়াবাগান ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে বাস মালিক ও ড্রাইভারদের সঙ্গে একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানেই এই পরামর্শ দেন ট্রাফিক ট্রেনিং স্কুলের ওসি প্রসেনজিৎ চক্রবর্তী।

আরও পড়ুন-বাংলায় এখন স্বাস্থ্যবিপ্লব, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চিকিৎসায় ঢালাও উন্নতি

এদিনের অনুষ্ঠানে প্রসেনজিৎ চক্রবর্তী ছাড়াও ছিলেন এসিপি ট্রাফিক পল্লব হালদার, হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী ও জোড়াবাগান ট্রাফিক গার্ডের ওসি শতদল ভট্টাচার্য। ট্রাফিক ট্রেনিং স্কুলের ওসি বলেন, বাসে বেশ কিছু ব্লাইন্ড স্পট থাকে। অনেক ক্ষেত্রেই বাসচালকরা পথচারীদের গতিবিধি বুঝতে পারেন না। সেক্ষেত্রে বাসে ব্লাইন্ড স্পট মিরর লাগানোর পরামর্শ দেন তিনি। শতকরা ৯৫ জন বাস ড্রাইভার অত্যন্ত ভাল গাড়ি চালান। বাকি ৫ জনের জন্যই দুর্ঘটনা ঘটে। ২০১৬ সালে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচিতে বাড়ে সচেতনতা।

Latest article