প্রতিবেদন: এসআইআরের কাজের চাপে ফের আত্মঘাতী বিএলও। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের রানিতলা থানার অন্তর্গত পাইকমারি চর এলাকায়। নাম হামিমুল ইসলাম (৪৭)। তাঁর কর্মক্ষেত্র পাইকমারি চর কৃষ্ণপুর বয়েজ প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘরের ভিতরে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ, এসআইআরের অত্যাধিক কাজের চাপের ফলে বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। পরিবারের সদস্য এবং কয়েজন বন্ধুকে জানিয়েছিলেন আর চাপ নিতে পারছেন না। শনিবার প্রতিদিনের মতোই স্কুলে গিয়ে আর ফেরেননি।
আরও পড়ুন-শাহের নির্দেশেই ইডির অভিযান! আইপ্যাক-কাণ্ডে বিস্ফোরক তথ্যে টালমাটাল বিজেপি
পরিবারের লোকেরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। রাত এগারোটা নাগাদ কৃষ্ণপুর বয়েজ স্কুলের একটি ঘরে ওই শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃত ওই বিএলও-র দাদা ফরমান উল কালাম বলেন, নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআরের কাজ সম্পূর্ণ করার জন্য তার উপর যেভাবে চাপ দেওয়া হচ্ছিল তা সহ্য করতে না পেরেই আমার ভাই হামিমুল আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। ভগবানগোলার তৃণমূল বিধায়ক রিয়াত হোসেন সরকার বলেন,বিজেপির চাপে জাতীয় নির্বাচন কমিশন তাড়াহুড়ো করে এসআইআরের কাজ শেষ করতে চাইছে। সেই কারণে প্রত্যেক বিএলও-র উপর অত্যাধিক কাজের চাপ রয়েছে। সেই চাপ নেওয়ার ক্ষমতা সকলের নেই। এদিকে, ময়নাগুড়িতে অতিরিক্ত কাজের চাপে চিন্তায় বাইক থেকে পড়ে গিয়ে জখম হন এসএসকে চেংমারি স্কুলের শিক্ষিকা সুশীলা রায় (৪০)। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। শিক্ষিকার স্বামীও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।

