এসআইআর : অতিরিক্ত চাপ দুশ্চিন্তায় বাইক থেকে পড়ে মৃত্যু বিএলওর

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। ভর্তি ছিলেন হাসপাতালে। মঙ্গলবার এল দুঃসংবাদ। মৃত্যু হল জলপাইগুড়ির বিএলও চ্যাংমারি স্কুলের শিক্ষিকা সুশীলা রায়ের। এসআইআরের অতিরিক্ত কাজের চাপ, অফিস থেকে বাইকে করে বাড়ি ফেরার সময় মাথা ঘুরে পড়ে যান গত শুক্রবার। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় গভীর চোট পাওয়ায় অবস্থার অবনতি ঘটতে থাকে তাঁর, মঙ্গলবার মৃত্যু হয়। এই ঘটনার পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বিএলওর স্বামী। তিনি বলেন, এসাইআরের কাজের চাপ নিতে পারছেন না বারবার এক কথা বলতেন। সম্প্রতি এই চাপে মানসিক অবসাদেও ভুগছিলেন। শুক্রবার এসআইআরের কাগজপত্র নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই মাথা ঘুরে পড়ে যান। উল্টোদিক একটি বাইক এসে ধাক্কা মারে। গুরুতর অবস্থায় তাঁর প্রথমে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন সুশীলাদেবী। মঙ্গলবার মৃত্যু হয়। এদিকে, নকশালবাড়িতে শুনানির জন্য কেন্দ্রে ডেকে পাঠানো হয় পক্ষাঘাতে আক্রান্ত বৃদ্ধাকে। দীর্ঘক্ষণ অপেক্ষা করে অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই বৃদ্ধার পরিবারের সদস্যরাও কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

আরও পড়ুন- নীতীশের বিহারে নর্তকীকে গণধর্ষণ

Latest article