শুনানি নিয়ে নির্বাচন কমিশনের চাপ বাড়তেই মৃত্যু BLO সরকারি কর্মীর

মঙ্গলবার নির্বাচন কমিশন এসআইআর শুনানি পর্ব নিয়ে সময় বেঁধে দিয়েছে জেলা নির্বাচন আধিকারিক থেকে বিএলও-দের (BLO)।

Must read

মঙ্গলবার নির্বাচন কমিশন এসআইআর শুনানি পর্ব নিয়ে সময় বেঁধে দিয়েছে জেলা নির্বাচন আধিকারিক থেকে বিএলও-দের (BLO)। নির্দেশ দেওয়া হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা সন্দেহজনক ভোটারের তালিকায় যাদের নাম রয়েছে আগামী ৪-৫ দিনের মধ্যে সকলের নোটিশ ডাউনলোড করে পৌঁছে দিতে হবে। এর পরই মালদহে মর্মান্তিক পরিণতি আইসিডিএস কর্মীর। নিজেদের টার্গেট পূরণ করতে চাপ বিএলও থেকে জেলা নির্বাচন আধিকারিকদের উপর। যতবার এভাবে রাজ্যের সরকারি কর্মী, বিএলও-র কাজে নিযুক্ত কর্মীদের উপর সময় বেঁধে কাজ চাপিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, তত বারই ঘটেছে কোনও না কোনও দুর্ঘটনা। এবারও তার ব্যতিক্রম হল না। কাজের চাপে মালদহের ইংরেজ বাজারে এক মহিলা বিএলও-র মৃত্যুর অভিযোগ। ইংরেজবাজারে মৃত্যু হয়েছে সম্পৃতা চৌধুরী সান্যাল নামে এক বিএলও-র।

আরও পড়ুন-নজিরবিহীন! বিশেষভাবে সক্ষম তরুণীর বয়ানে ধর্ষককে সাজা কোর্টের

ইংরেজবাজারের বাসিন্দার সম্পৃতা চৌধুরী সান্যাল স্থানীয় আইসিডিএস কর্মী ছিলেন। তিনি ইংরেজবাজার পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ বুথের বিএলও হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। গত কয়েকদিন ধরে কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন। একদিকে অঙ্গনওয়াড়ির কাজ, অন্যদিকে কমিশনের কাজ। পরিবারের অভিযোগ, ডাক্তার দেখানো হওয়া সত্ত্বেও অসুস্থতা বাড়ছিল। বুধবার ভোরে তিনি নিজের বাড়িতেই মারা যান।

আরও পড়ুন-দিল্লিতে মধ্যরাতে উচ্ছেদ অভিযানে মসজিদের কাছে সংঘর্ষে জখম ৫ পুলিশকর্মী

ঘটনার পরই খবর পেয়ে মৃত আশাকর্মীর বাড়িতে যান ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গায়ত্রী ঘোষ। তিনিও পরিবারের সঙ্গে কথা বলে কমিশনের অতিরিক্ত কাজের চাপের অভিযোগ করেন।

Latest article