আজ পথে বিএলওরা

Must read

প্রতিবেদন : উপযুক্ত প্রশিক্ষণ নেই। নেই সঠিক পরিকল্পনাও। অতিরিক্ত কাজের চাপে তিন বিএলওর (BLO) মৃত্যু, আত্মহত্যা এবং অনেকের অসুস্থ হওয়ার খবরে ক্ষোভ বাড়ছে সর্বত্র। হেলদোল নেই কমিশনের। ক্ষতিপূরণ নেই। প্রতিবাদে আজ পথে নামছেন বিএলওরা (BLO)। ১০ দফা দাবিতে কলেজ স্কোয়ার থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর অভিযানের ডাক দিয়েছে বিএলও অধিকার রক্ষা কমিটি। দাবি, প্রয়োজনে ‘সার’ প্রক্রিয়া স্থগিত রেখে আলোচনা হোক। সমর্থন করেছে তৃণমূল কংগ্রেস। মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বিএলওদের সমস্যা আছে। হেনস্থার মুখে পড়ছেন। বিজেপি হুমকি দিচ্ছে। তাই তাঁদের অধিকার রয়েছে আন্দোলন করার।

আরও পড়ুন-২৪ ঘণ্টার মধ্যেই কিনারা, কসবা-কাণ্ডে ধৃত ২

Latest article