মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বিক্ষোভে বিএলও-রা

Must read

প্রতিবেদন : বিজেপির দলদাস নিষ্ঠুর কমিশনের অত্যাচারে বাংলায় বিএলওদের (BLO) মৃত্যুমিছিল অব্যাহত। রবিবারও মুর্শিদাবাদে এক বিএলও কাজের চাপে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এসআইআরের কাজের পাহাড়প্রমাণ চাপে পরপর বিএলও মৃত্যুতে ফের প্রতিবাদে পথে বিএলও অধিকার রক্ষা কমিটি। সোমবারও বিবাদীবাগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখান বিএলওরা (BLO)। নিহত বিএলওদের পরিবারকে নিয়ে রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা। সিইও-র কাছে ডেপুটেশন দেওয়ার দাবিতে পুলিশের বাধার মুখে পড়েও পিছু হটেননি প্রতিবাদীরা। মৃত বিএলওদের পরিবারকে ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবিতে চলছে তাঁদের বিক্ষোভ-প্রতিবাদ।

আরও পড়ুন-মহারাষ্ট্রে নৃশংস খুন ফের বাংলার শ্রমিক

Latest article