কাজের চাপে অসুস্থ বিএলও, শুনেই দেখতে গেলেন বিধায়ক

Must read

সংবাদদাতা, ডেবরা : কাজের চাপে ফের অসুস্থ এক বিএলও (SIR_BLO), ডেবরায়। খবর পেয়েই তাঁকে হাসপাতালে দেখতে গেলেন বিধায়ক হুমায়ুন কবির। শুক্রবার বিকেলে কাজ করতে করতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ৫/১ গ্রাম পঞ্চায়েতের ৯৫নং কুলগেড়িয়া বুথের বিএলও অরূপকুমার মাইতি। তিনি চকশ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সারাদিন বুথেই কাজের মধ্যে ছিলেন। হঠাৎ করেই আজ বিকেলে অসুস্থ হয়ে পড়েন। পরিবার সূত্রে জানা যাচ্ছে, এসআইআরের কাজের চাপেই মানসিক চাপ বাড়ছিল। আর তাতেই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে ডেবরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। হার্টের সমস্যা ধরা পড়েছে। কারণ তাঁর ট্রপ ডি টেস্টে পজিটিভ রয়েছে। এই খবর পেতেই হাসপাতালে হাজির হন ডেবরা বিধানসভার বিধায়ক ড. হুমায়ুন কবির। তিনি অসুস্থ হওয়া বিএলও (SIR_BLO) অরূপকুমার মাইতির সঙ্গে কথা বলেন। হাসপাতাল কর্তৃপক্ষকে জানান চিকিৎসায় যেন কোনও সমস্যা না হয়৷ তবে এই বিষয়ে বিএলওর পরিবারের লোকজন সংবাদমাধ্যমে সরাসরি কিছু বলতে নারাজ।

আরও পড়ুন- বিপর্যস্ত ইন্ডিগো, বিমান বাতিলে পঙ্গু পরিষেবা

Latest article