এসআইআরের চাপ, হৃদরোগে আক্রান্ত বিএলও

Must read

সংবাদদাতা, বনগাঁ : এসআইআরের অস্বাভাবিক চাপে দিকে দিকে যেমন আত্মহননের পথ বেছে নিচ্ছেন বিএলওরা (BLO_SIR), ঠিক তেমনই চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। এবার বনগাঁর গোপালনগরে এসআইআরের কাজের চাপে অসুস্থ হলেন আরও একজন বিএলও। ভর্তি কল্যাণীর গান্ধী হাসপাতালে। উৎকণ্ঠায় পরিবার। উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ১০৬ নম্বর পার্টের বিএলও (BLO_SIR) সুশান্ত টিকাদার গত সোমবার দুপুরে বাড়িতে এসআইআরের কাজ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা অবস্থার অবনতি বুঝে তাঁকে কল্যাণী গান্ধী হাসপাতালে পাঠান। ওই বিএলওর মেয়ে জানান, ডাক্তাররা জানিয়েছেন তাঁর বাবা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এখনও অবস্থায় তেমন কোনও উন্নতি হয়নি। চিন্তায় পরিবার।

আরও পড়ুন- নাতিকে খুনের ঘটনায় ঠাকুমার জেল হেফাজত

Latest article