‘অপরাজিতা বিল’কে আইনে পরিণত করতে ব্লকে ব্লকে ধরনা

উত্তর কলকাতার পাশাপাশি দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে ধরনায় নেতৃত্বে দেন মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Must read

প্রতিবেদন : শনিবারের পর রবিবারও রাজ্য জুড়ে চলছে মহিলা তৃণমূলের ধরনা কর্মসূচি। নারী সুরক্ষায় অপরাজিতা বিলকে দ্রুত আইনে পরিণত করার দাবিতে মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে রাজ্য জুড়ে। আজ, রবিবার কর্মসূচির দ্বিতীয় দিনে রাজ্যের ব্লকে ব্লকে ধরনা কর্মসূচির ডাক দিয়েছিলের তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কর্মসূচির প্রথম দিনে রাজ্যের এলাকাভিত্তিক মিছিল হয়। ছিলেন মহিলা শাখার নেতৃবৃন্দ। এদিনও ছিল ব্লকে ব্লকে ধরনা কর্মসূচি। উত্তর কলকাতার শ্যামবাজারে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র মহিলা তৃণমূলের ধরনা মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা।

আরও পড়ুন-সতর্ক প্রশাসন, আলু পাচারের আগেই উদ্ধার

উত্তর কলকাতার পাশাপাশি দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে ধরনায় নেতৃত্বে দেন মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও ছিলেন চৈতালি চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র মহিলা তৃণমূলের উদ্যোগে ধরনায় ছিলেন স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়-সহ মহিলা নেতৃবৃন্দ। এদিন রাজ্যের প্রায় সব জেলা থেকেই ধরনা কর্মসূচি পালিত হয়।
জেলা সদর থেকে প্রতিটি ব্লকেই অপরাজিতা বিলকে দ্রুত আইনে পরিণত করার দাবিতে চলে সারাদিনব্যাপী ধরনা কর্মসূচি। জেলাস্তরের নেতৃত্ব ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা। হুগলির চুঁচুড়া ঘড়ির মোড়ে অনুষ্ঠিত হয় ধরনা-অবস্থান কর্মসূচি। কোচবিহারের প্রতিটি ব্লক শহরে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে মিছিল ও অবস্থান বিক্ষোভ করা হয়। ফালাকাটা টাউন ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অপরাজিতা বিলের সমর্থনে ফালাকাটা শহরে মিছিল পরিক্রমা করে ফালাকাটা ট্রাফিক মোড়ে ধরনা-অবস্থান কর্মসূচি পালিত হয়। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতেও মিছিল ও ধরনা দেন মহিলা নেতৃত্ব। পূর্ব বর্ধমানের পারবীরহাটাতেও পালিত হয় ধরনা কর্মসূচি। প্রায় প্রতিটি কর্মসূচিতেই দলীর কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।

Latest article