বাংলাকে অশান্ত করছে বিরোধীরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদ করে চিকিৎসকরা আন্দোলন চালাচ্ছেন। এর জের বিনা চিকিৎসায় প্রাণ যাচ্ছে বহু সাধারণ মানুষের। তাতেও চিকিৎসকদের কোনও হেলদোল নেই। এই পরিস্থিতিতে বিরোধীরাও চুপ। কেন? এবার বাংলাকে অশান্ত করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দক্ষিণ হাওড়ার মানুষের রক্তদান শিবির।
আরও পড়ুন: বিনা চিকিৎসায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা! এর বিচার করবে কে?
হাওড়া সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রের নেতৃত্বে এবং পূর্ণেন্দু ঘোষের উদ্যোগে ৪১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে দানেশশেখ লেনে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র ঋজু দত্ত, হাওড়া জেলা(সদর) মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক নন্দিতা চৌধুরী, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া সদর যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পূর্ণেন্দু ঘোষ-সহ দলের আরও অনেকে। হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী-সহ দলের আরও অনেকে। প্রায় ৩২১ জন এই শিবিরে রক্তদান করেন।