ব্লাড মুন : বছরে দ্বিতীয়বার, অধীর অপেক্ষা

Must read

প্রতিবেদন : রবিবাসরীয় রাতের আকাশ আলোকিত হবে রক্তাভ লাল ‘ব্লাড মুন’-এর (blood moon) আলোয়! দীর্ঘ প্রতীক্ষা-শেষে রবিবার ভারতের আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। আর ওই নির্দিষ্ট সময়েই অন্ধকার আকাশে চোখে পড়বে রক্তের মতো গাঢ় লাল রঙের চাঁদ (blood moon)। আবহাওয়া ভাল থাকলে ভারতের প্রায় সব জায়গা থেকেই এই ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন সাধারণ মানুষ। এশিয়া, বিশেষত ভারত ও চিন থেকেই এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সবচেয়ে ভাল দেখা যাবে। যে-দৃশ্য মিস করলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের জন্য ভারতবাসীকে অপেক্ষা করতে হবে আবার ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু কখন শুরু হবে এই গ্রহণ পর্ব?
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৭ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ৯টা ৫৭ মিনিটে পৃথিবীর ছায়া প্রথমবার চাঁদের উপর পড়বে। তারপর তা ধীরে ধীরে গোটা চাঁদকে ঢেকে ফেলবে। রাত ১১-৫৭ থেকে মূল গ্রহণপর্ব শুরু হয়ে চলবে ৮ সেপ্টেম্বর ১২টা ২৩ মিনিট পর্যন্ত। এরপর রাত ১-২৭ মিনিট থেকে চাঁদ ধীরে ধীরে পৃথিবীর ছায়া থেকে বেরোতে শুরু করবে।

আরও পড়ুন- রাজস্থানে বাড়ি ভেঙে মৃত বাংলার ২, শোকের ছায়া বর্ধমানে

Latest article