পরীক্ষার পর রক্তারক্তি কাণ্ড!

পূর্ব দিল্লির ময়ূরবিহার এলাকার ঘটনা। শনিবার সর্বোদয় বাল বিদ্যালয় নামে একটি স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল চার ছাত্র।

Must read

প্রতিবেদন : একদল ছাত্রের আক্রমণে রক্তাক্ত আরেক দল। পূর্ব দিল্লির ময়ূরবিহার এলাকার ঘটনা। শনিবার সর্বোদয় বাল বিদ্যালয় নামে একটি স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল চার ছাত্র। নির্বিঘ্নেই পরীক্ষা শেষ হয়েছিল তাদের। পরীক্ষা শেষে পরীক্ষাকেন্দ্র থেকে বের হতেই তাদের উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আরও কয়েকজন ছাত্র।

আরও পড়ুন-গেরুয়া আক্রমণে ব্রিগেডিয়ার কন্যা

প্রাণ বাঁচাতে ওই ছাত্ররা স্কুল লাগোয়া একটি পার্কের দিকে ছুটে পালানোর চেষ্টা করে। কিন্ত তাদের ধাওয়া করে ধরে ফেলে হামলাকারীরা। এরপর ওই পার্কের মধ্যেই ছুরি দিয়ে চার ছাত্রকে এলোপাথাড়ি কোপানো হয়।

এই ঘটনায় জখম হওয়া ওই চার ছাত্রকে সঙ্গে সঙ্গেই স্থানীয় লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হলেও একজনের অবস্থা সংকটজনক। বর্তমানে ওই ছাত্র ট্রমা বিভাগে চিকিৎসাধীন আছে। স্থানীয় বাসিন্দারাই পাণ্ডবনগর থানায় ফোন করে পুলিশকে ওই সংঘর্ষের কথা জানান।

আরও পড়ুন-যাদবপুরের কাছের মানুষ

কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ যদিও ততক্ষণে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, আক্রান্ত চার ছাত্র হল ফৈজান, আয়ুষ, রেহান ও গৌতম। আহত চার ছাত্রই ত্রিলোকপুরী গভর্নমেন্ট বয়েজ সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র। কী জন্য এই ঘটনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest article