প্রতিবেদন: ফের গোষ্ঠীদ্বন্দ্বে চুরমার বিজেপি। সাতসকালে এক বিজেপি কর্মীকে গুলি আর এক বিজেপি কর্মীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে। রবিবার, রামনবমীর সকালে স্ত্রীকে স্টেশনে ছেড়ে ফেরার পথে ঠাকুরনগরের বড়া এলাকায় গুলিবিদ্ধ হন আশুতোষ বিশ্বাস। এলাকায় তিনি বিজেপি কর্মী হিসেবেই পরিচিত। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যায় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রেফার করা হয় বারাসতে। বুকের বামদিকে গুলি লেগেছে বলে জানা যায় হাসপাতাল সূত্রে। পরিস্থিতির আরও অবনতি হলে তাঁকে কলকাতার আরজি কর হাসপাতালে নিয়ে আসা হয়।
আরও পড়ুন-মৃতদের পরিবারের পাশে সাংসদ-বিধায়ক
এদিকে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ঠাকুরনগর থানার পুলিশ। ইতিমধ্যেই তপন বালা নামের এক ফুল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তিও বিজেপি কর্মী হিসেবেই পরিচিত বলে জানা গিয়েছে। কিন্তু ঠিক কী কারণে এক বিজেপি কর্মী আর এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যবসায়িক কারণে গুলি কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।