বেহালার ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার গলাকাটা দেহ। সোমবার সকালে তাঁদের ঘর থেকে উদ্ধার হয় মহিলার রক্তাক্ত দেহ। স্বাভাবিকভাবেই এদিনের ঘটনাকে কেন্দ্র করে বেহালার পর্ণশ্রী থানা (Parnasree Police station) এলাকার বেচারাম চ্যাটার্জী স্টিটে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃতার নাম অনিতা ঘোষ। খবর পেয়ে সেখানে পৌঁছয় পর্ণশ্রী থানার পুলিশ। পর্ণশ্রী থানার অন্তর্গত শক্তিসঙ্ঘ ক্লাবের পাশে একটি আবাসনের দোতলার লণ্ডভণ্ড ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বৃদ্ধার গলা কাটা দেহ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন-SIR শুনানি আতঙ্কে আত্মঘাতী: চার মৃত্যু রাজ্যে
কিন্তু ঠিক কীভাবে মৃত্যু হল বৃদ্ধার? নেপথ্যে কে বা কারা সেটা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুনের আগে ফ্ল্যাটে লুটপাট চালানো হয়েছে। গোটা ঘটনার সঙ্গে আয়ার যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী অফিসারেরা। তদন্তের স্বার্থে অভিযুক্ত আয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনিতার স্বামী অরূপ ঘোষের বয়স এখন ৭২। তিনিও দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওতে চাকরি করতেন। তিনি এখন ডিমেনশিয়া রোগে আক্রান্ত তাই কাউকে চিনতে পারেন না। তাঁকে দেখাশোনার জন্য বাড়িতে সকাল ও রাত মিলিয়ে দুজন আয়া এবং একটি রান্নার লোক রাখা হয়েছিল।
আরও পড়ুন-মাধ্যমিক পরীক্ষার জন্য এসআই ও বিএলওদের ছাড় চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি
জানা গিয়েছে পেশায় মহিলা সঙ্গীতশিল্পী। বৃদ্ধার দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তাঁকে কোনও ধারাল অস্ত্র দিয়ে গোটা দেহ খুঁচিয়ে খুন করা হয়েছে বলেই দাবি করা হচ্ছে। এদিন সকাল ১০টার সময় যখন একজন আয়া ঘরে ঢোকেন, তখনই অনিতা ঘোষকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দুই আয়া এবং একজন রান্নার লোককে আটক করেছে পুলিশ। ডাকাতির উদ্দেশে ওই মহিলাকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। অনিতা ঘোষের ছেলেরা মহেশতলায় থাকেন। একজন আয়া প্রথম ফোন করে তাঁদের খবর দেন।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…