বিনোদন

রহস্য-রোমাঞ্চে রক্তকরী

ট্রেলার মুক্তি পেয়েছিল কিছুদিন আগেই। আর তা দেখে দর্শক বেশ উত্তেজিতই ছিল। সায়ন্তন ঘোষাল পরিচালিত থ্রিলার-ধর্মী এই সিরিজটি তৈরি করেছে লেখিকা সাহানা দত্তর সংস্থা ‘মিসিং স্ক্রু’। সাইকোলজিক্যাল থ্রিলারটির কাহিনির কেন্দ্রবিন্দুতে আছে এক সুখী পরিবার। কিন্তু আপাত দৃষ্টিতে এই ‘সুখ’-এর আড়ালে পরতে পরতে লুকিয়ে আছে এক অ-সুখের কাহিনি। আর তা ঘিরেই ঘনিয়েছে রহস্য। সেই রহস্যের আড়ালে লুকিয়ে এক কলঙ্ক-কাহিনি। যে-কলঙ্ক উদ্ধারে নেমে আসবে চরম টানাপোড়েন। উন্মোচিত হবে সত্য।

আরও পড়ুন-পুরনো কর্মস্থলে গিয়ে নস্টালজিক হলেন রাজ্যপাল

আসলে মানুষের মনের জটিলতাকে ঘিরেই কাহিনি বুনেছেন সাহানা। যার মূলে রয়েছে এক ভয়ঙ্কর প্রতিশোধস্পৃহা। ঢাকা-চাপা পড়ে থাকা সেই জটিল-অধ্যায়ের উন্মোচন করবে সাত্যকি, পেশায় যে মনোবিজ্ঞানী। ঘটনাচক্রে সাত্যকি যায় তার আত্মীয়ের বাড়ি, উড়ালডাঙায়। সেখানে ঘটে এক আকস্মিক মৃত্যু। এবং এরপর একের পর এক মৃত্যু। সাত্যকি জড়িয়ে পড়ে সেই মৃত্যু-রহস্যের সঙ্গে। যাতে ইন্ধন যোগায় এক আত্মীয়ের হ্যালুশিনেশন। জড়িয়ে পড়ে পরিবারের বাকিরাও। প্রত্যেকেই যেন অনেক কিছু বোঝে কিন্তু আসল রহস্যই বোঝে না! ভুগতে থাকে আতঙ্কে। টানটান এই রহস্য-উন্মোচন প্রক্রিয়ার গোড়ায় পৌঁছতে চায় সাত্যকি। ঝুঁকি বাড়ে তার। ঝুঁকি বাড়ে সবার। কিন্তু অমোঘ সেই টান তাড়িয়ে বেড়ায় সাত্যকিকে। এ-রহস্য, এ-ধাঁধার সমাধান তাকে করতেই হবে।

আরও পড়ুন-কামব্যাক শীতের, নামল পারদ

পরিচালক সায়ন্তন জানিয়েছেন, “‘রক্তকরবী’ এমন এক সাইকোলজিক্যাল থ্রিলার যা মানুষের মনকে নাড়া দিতে বাধ্য। শুধুমাত্র থ্রিলার-কাহিনি বললে তাই এর পরিসরকে ছোট করা হবে। নানাভাবে মানুষের মনের চোরাগলিগুলোয় ঘুরে বেড়িয়েছে এই কাহিনি। সাহানাদির লেখা কাহিনির বুনোট সত্যিই অনবদ্য। সেই সঙ্গে এক ঝাঁক অভিনেতা আছেন যাঁরা তাঁদের কাজ এত দুর্দান্তভাবে করে গেছেন যে, এটুকু বলতে পারি দর্শক এই সিরিজ উপভোগ করবেন দারুণভাবে।’’ এই প্রত্যাশা দর্শক রাখতেই পারেন, কারণ রহস্যজাল-বুনতে সায়ন্তন সিদ্ধহস্ত। ‘গোরা’, ‘ইন্দু’, ‘মৌচাক’, ‘লালবাজার’, ‘ডার্ক ওয়েব’, ‘শেষ থেকে শুরু’, ‘সম্পূর্ণা’, ‘ব্যোমকেশ’— একাধিক কাজ তাঁর হাত থেকেই বেরিয়েছে। সায়ন্তন ‘জি-ফাইভ’ কর্তৃপক্ষ ও সাহানা দত্তর প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন, তাঁকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার জন্য। এ-ও আশা করে আছেন, ‘রক্তকরবী’ সব ধরনের দর্শকের জন্যই একটা সাইকোলজিক্যাল ট্রিট হবে।

আরও পড়ুন-পরিযায়ী পাখি গুনতে সাঁতরাগাছির ঝিলে

স্বাধীনতার কথা জানিয়েছেন শিল্পীরাও। ‘রক্তকরবী’তে যাঁদের দেখা যাবে, তাঁরা হলেন— রুকমা রায়, কিঞ্জল নন্দ, ভাস্বর চট্টোপাধ্যায়, লাবণী সরকার, শান্তিলাল মুখোপাধ্যায়, অভিজিৎ গুহ, তুলিকা বসু, অঙ্গনা রায়, হরিদাস চট্টোপাধ্যায় প্রমুখ। লাবণী জানিয়েছেন, “সায়ন্তন অনেকগুলো শট নিয়ে রাখে একটু ভিন্নভাবে। ঠিক কোনটা ও কাজে লাগাবে তাই আগে থেকে জানা যায় না ঠিক কথা কিন্তু চূড়ান্ত কাজটা যখন দেখা হয়, দেখা যায়, সবচেয়ে সঠিক শটটাই ও বেছে নিয়েছে! এটাই ওর কাজের ধরন আর ওর সঙ্গে কাজ করার এটাই মজা।” বিক্রম জানিয়েছেন, “সায়ন্তনের সঙ্গে এটা আমার প্রথম কাজ। কিন্তু যেটা সবচেয়ে বেশি এনজয় করেছি, তা হল স্বাধীনভাবে কাজ করতে পারা। দুজনেই সমবয়সি হওয়ায় খোলামেলা আলোচনার মাধ্যমে পুরো কাজটা করেছি। নিজের ভাবনাগুলো অকপটে বলতে পেরেছি এ কারণেই, আমি দেখতাম ও অভিনেতাদের কথা খুব মন দিয়ে শোনে। যেটা আমার সবচেয়ে ভাল লেগেছে। আশা রাখি আমাদের কাজ দর্শকদেরও ভাল লাগবে।’’

আরও পড়ুন-আধার সংযুক্তিতে ফের কড়া বার্তা

লেখিকা-প্রযোজিকা সাহানা দত্ত জানিয়েছেন,‘‘ব্যক্তিগতভাবে আমার করা প্রজেক্টগুলির মধ্যে ‘রক্তকরবী’ এখনও অবধি সবচেয়ে আকর্ষণীয়। তবে তা শুধুমাত্র এ-কাহিনী রহস্য-রোমাঞ্চ-ধর্মী বলে নয়, সবাই মিলে কাজটা অনবদ্য দাঁড়িয়েছে বলেই এ-কথা বলা। সায়ন্তন আর ওর পুরো টিম যা কাজ করেছে, তাতে নির্দেশনা, পোস্ট-প্রোডাকশন, অভিনয়— সব যোগ হয়ে এক অন্য মাত্রায় নিয়ে গেছে সিরিজটিকে। যখন লিখছিলাম ঠিক যে মুড চেয়েছিলাম, তেমনটাই বাস্তবায়িত হয়েছে। আমি খুব খুশি তাই। এখন দর্শকদের রি-অ্যাকশনের জন্য অধীর অপেক্ষায়।’’
‘শিকারপুর’-এর সাফল্যের পর জি-ফাইভ শুধু ‘রক্তকরবী’ নয়, এক গুচ্ছ ওয়েব সিরিজ আনার কথা ঘোষণা করেছে। এর মধ্যে অন্যতম হল ‘শ্বেত কালী’। এটিও একটি রহস্য-রোমাঞ্চ সিরিজ। মুখ্য ভূমিকায় থাকবেন সৌরভ চক্রবর্তী। পরিচালনা করবেন সানি ঘোষ রায়। সৌরভ ছাড়াও থাকবেন সমদর্শী ভট্টাচার্য, দেবলীনা কুমার, ঐন্দ্রিলা সেন, অরিন্দম গঙ্গোপাধ্যায়, দেবদূত ঘোষ, সাহেব ভট্টাচার্যের মতো একগুচ্ছ তারকা।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago