খেলা

রক্তাক্ত বিক্ষোভ, ফাইনালে বাগান

প্রতিবেদন : ইউনাইটেড স্পোর্টসকে ২-০ গোলে হারিয়ে আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগান। শনিবার ডার্বি জিতে ট্রফি জয়ের হাতছানি। অনেক দিন পর গোল পেলেন দিমিত্রি পেত্রাতোস। তবু সন্তুষ্ট নয় সমর্থকদের একাংশ। ইরানে মোহনবাগানের এসিএল টু-এর ম্যাচ খেলতে না যাওয়া নিয়ে সমর্থকদের প্রতিবাদ, বিক্ষোভ চলছেই। শিল্ডের প্রথম ম্যাচের মতো এদিনও গোটা ম্যাচ জুড়ে গ্যালারিতে বিক্ষোভ দেখান তাঁরা। বুধবার ম্যাচের পর সমর্থক বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কিশোর ভারতী ক্রীড়াঙ্গন। দিমিত্রিরা সমর্থকদের আক্রমণের মুখে পড়েন। ফুটবলারদের বিক্ষোভ, হাঙ্গামায় ফুটবলারদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। প্রাথমিকভাবে দু’জন সমর্থককে আটক করা হয়েছে। দু’জন মহিলা সমর্থক আহত হয়েছেন। একজনের মাথা ফেটে রক্তারক্তি। পুলিশি প্রহরায় স্টেডিয়াম থেকে বের করা হয় মোহনবাগান ফুটবলারদের। অশান্তি ঘটনায় ফুটবলারদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত মোহনবাগান আইএফএ-কে চিঠি দিয়েছে। আইএফএ-র কাছে এদিনের ঘটনার ব্যাখ্যা চেয়েছে মোহনবাগান। ভবিষ্যতে এই ঘটনা রোধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাও জানাতে বলেছে ক্লাব।

আরও পড়ুন-ডার্বিতে হিরোশিকে পাচ্ছে ইস্টবেঙ্গল

ম্যাচ শেষে ভিআইপি গেটের মধ্যে ঢুকে পড়েন বিক্ষুব্ধ সমর্থকরা। স্টেডিয়ামের মূল ভবনের বাইরে শুরু হয়ে প্রতিবাদ। স্টেডিয়াম থেকে বেরনোর সময় বাগানের তিন অস্ট্রেলীয় তারকা দিমিত্রি, জেসন কামিন্স ও জেমি ম্যাকলারেনকে দেখে বিক্ষোভ আরও বাড়ে। দিমিত্রির গাড়ি ঘিরে ধরেন ক্ষুব্ধ সমর্থকরা। সমর্থকদের আটকে দেয় পুলিশ ও নিরাপত্তারক্ষীরা। মারমুখী সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভেঙে দেয়। বাধ্য হয়ে পুলিশ কড়া অবস্থান নেয়।
অগ্নিগর্ভ পরিস্থিতির আগে ম্যাচে দাপটেই জিতে ফাইনালে ইস্টবেঙ্গলের সামনে মোহনবাগান। মরশুমে প্রথমবার প্রথম একাদশে সুযোগ পেয়ে গোল করে দলকে এগিয়ে দেন দিমিত্রি। তবে কোনও উৎসব করেননি অস্ট্রেলীয় তারকা। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মিনিট চারেকের মধ্যেই ২-০ করেন জেসন কামিন্স।
ডার্বির আগে গোল পেয়ে খুশি দিমিত্রি। ঝামেলার আগে দিমিত্রি বলেন, আমি সমর্থকদের ভালবাসি। পরিস্থিতি যাই হোক না কেন, আমি সমর্থকদের জন্য সবসময় নিজের সেরাটা দেব। গোল পেয়ে আমি খুশি। ফাইনালে ডার্বিতেও নিজের সেরাটা উজাড় করে দেব।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

33 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

41 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago