কমিশনের অত্যধিক চাপেই আত্মঘাতী বিএলওরা : কল্যাণ

নির্বাচন কমিশনের চাপে এখনও পর্যন্ত গোটা দেশে ৪৩ জন বিএলও এফেক্টেড। ২০ জন আত্মহত্যা করেছেন, ১৪ জন মারা গিয়েছেন এবং তিনজন আত্মহত্যার চেষ্টা করেছেন।

Must read

সংবাদদাতা, হুগলি : নির্বাচন কমিশনের চাপে এখনও পর্যন্ত গোটা দেশে ৪৩ জন বিএলও এফেক্টেড। ২০ জন আত্মহত্যা করেছেন, ১৪ জন মারা গিয়েছেন এবং তিনজন আত্মহত্যার চেষ্টা করেছেন। অভিযোগ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ শ্রীরামপুরে তৃণমূল সাংসদ বলেন, বিএলওদের উপর অসম্ভব চাপ দেওয়া হচ্ছে। সারাদিন ফর্ম বিলি করতে হচ্ছে, তারপর কালেকশন করতে হচ্ছে। পশ্চিমবঙ্গ কৃষিপ্রধান রাজ্য। চাষিরা এখন মাঠে রয়েছেন। তাঁদের ফর্ম দেওয়া হচ্ছে। বিএলওরা সেই ফর্ম জোগাড় করে আপলোড করতে যাচ্ছেন কিন্তু পারছেন না, কোনও নেটওয়ার্ক নেই। যাঁরা মধ্যবয়সী বা তার উপরে, তাঁরা এই ধরনের কাজে অভ্যস্তও নন। কোনও ওয়াইফাইয়ের ব্যবস্থা করেনি কমিশন। কাঁথির গদ্দারটা এমন একটা চাপ তৈরি করেছে যে পঞ্চায়েত অফিসে বসতে দিচ্ছে না বিএলওদের। যে অফিসে অন্তত ওয়াইফাইয়ের সুবিধাটা পেতে পারতেন বিএলওরা। চারিদিকের অবস্থা খুবই করুণ।

আরও পড়ুন-সোমবার সন্ধ্যায় নবম-দশমের ফল প্রকাশ

প্রচুর ভোটার যাঁদের ২০০২-এ নাম ছিল না, পরে এসেছেন। তাঁদের বাবা-মা মারা গিয়েছেন, বিভিন্ন জায়গায় চাকরি করতেন, এখন বাবা-মায়ের এপিক কার্ডের নম্বর পাবেন কোথায়! এসআইআর করতে গেলে পুরনো তালিকা ধরে করতে হবে এটা কোথাও নেই, এটা বেআইনি কাজ। যাঁরা বিএলও তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। ভয় পেয়ে তাঁরা আত্মহত্যা করছেন, মারা যাচ্ছেন, অসুস্থ হয়ে পড়ছেন। আমি কমিশনকে বলব, দিল্লিতে ঠান্ডাঘরে বসে না থাকে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে ঘুরুন। ঘরে বসে অনেক জ্ঞান দেওয়া যায়।

Latest article