বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ বাতিলের মামলায় সুপ্রিম কোর্টে বড় মাপের ধাক্কা খেল একনাথ শিন্ডে শিবির। প্রধান বিচারপতি এন ভি রামানা, বিচারপতি কৃষ্ণ মুরারী এবং বিচারপতি হিমা কোহলির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মহারাষ্ট্রের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে আপনারা আদালতে এসেছিলেন বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ বাতিলের নির্দেশ খারিজের দাবি নিয়ে।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলকে ভয় পাবে বিপক্ষ, মাঠে নেমেই হুঙ্কার স্টিফেনের
কারণ সে সময় মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেন। আপনাদের দাবি ছিল, স্পিকার নয়, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ আদালত। যদিও আপনাদের আবেদনের প্রেক্ষিতে আদালত জানিয়েছিল, এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন স্পিকার। কিন্তু তখন আপনাদের তরফ থেকে আপত্তি তোলা হয়েছিল। কিন্তু ক্ষমতা দখলের পর এখন আপনারা উল্টো কথা বলছেন। এখন মহারাষ্ট্রে আপনারা সরকার গড়েছেন। স্পিকারও আপনাদের দলের লোক। তাই কি এখন আপনারা বলছেন, বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ নিয়ে আদালত নয়, স্পিকার সিদ্ধান্ত নেবেন! একই বিষয় নিয়ে কয়েকদিনের মধ্যে আপনারা সম্পূর্ণ উল্টো কথা বলেন কীভাবে? ডিভিশন বেঞ্চের এই কড়া মন্তব্যের পর শিন্ডে শিবিরের আইনজীবী পাল্টা মন্তব্য করেননি। এদিকে মহারাষ্ট্রের জমি দুর্নীতি মামলায় এবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে ইডি।