শক্তিশালী জাপানের গ্রুপে ব্লু টাইগ্রেসরা, মহিলা এশিয়ান কাপ

মেয়েদের এএফসি এশিয়ান কাপের মূল পর্বে কঠিন গ্রুপ পেল ভারত। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে হবে এই টুর্নামেন্ট।

Must read

সিডনি, ২৯ জুলাই : মেয়েদের এএফসি এশিয়ান কাপের মূল পর্বে কঠিন গ্রুপ পেল ভারত। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে হবে এই টুর্নামেন্ট। মঙ্গলবার সিডনির টাউন হলে ছিল টুর্নামেন্টের ড্র। আর শক্তিশালী জাপানের সঙ্গে একই গ্রুপে রয়েছেন ভারতীয় মেয়েরা। এদিনের ড্র অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন বাংলার মেয়ে সঙ্গীতা বাসফোর।

আরও পড়ুন-গদ্দারের মিথ্যাচার ফাঁস মুখ্যমন্ত্রীর

এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে মোট ১২টি দেশ। মোট তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে এই ১২টি দেশকে। গ্রুপ ‘সি’-তে জাপান, ভিয়েতনাম ও চাইনিজ তাইপের সঙ্গে রয়েছে ভারত। গ্রুপ ‘এ’-তে রয়েছে আয়োজক অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপিন্স। গ্রুপ ‘বি’-তে গতবারের চ্যাম্পিয়ন চিনের সঙ্গে রয়েছে উত্তর কোরিয়া, বাংলাদেশ এবং উজবেকিস্তান।
৪ মার্চ ভিয়েতনামের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ অভিযান শুরু করবে ভারত। ৭ মার্চ দ্বিতীয় ম্যাচে ভারতীয় মেয়েদের প্রতিপক্ষ জাপান। ১০ মার্চ চাইনিজ তাইপের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ। প্রতিটি গ্রুপের প্রথম দুই স্থানে থাকা মোট ছ’টি দল সরাসরি নকআউটে উঠবে। তাদের সঙ্গে যোগ দেবে, পয়েন্টের বিচারে সেরা দু’টি তৃতীয় স্থানে থাকা দল। এই মোট আটটি দলকে নিয়ে শুরু হবে কোয়ার্টার ফাইনাল।
প্রসঙ্গত, জাপান (৭ নম্বর), ভিয়েতনাম (৩৭ নম্বর) ও চিনা তাইপে (৪২ নম্বর) প্রতিটি দলই ফিফা র‍্যা ঙ্কিংয়ের ভারতের (৭০) থেকে এগিয়ে। ফলে সঙ্গীতাদের কাজটা যে প্রচণ্ড কঠিন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে যোগ্যতা অর্জন পর্বে দুরন্ত ফুটবল উপহার দিয়েছিলেন ভারতীয় মেয়েরা। সেই ছন্দ মূলপর্বেও সঙ্গীতা ধরে রাখতে পারেন কিনা, সেটাই দেখার।

Latest article