নয়াদিল্লি, ২২ জুলাই : সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। এই অধিবেশনে পেশ হওয়ার কথা ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল ২০২৫। এই সঙ্গে পেশ হতে পারে অ্যান্টি ডোপিং বিলের সংশোধনীও। সংসদের উভয় কক্ষে এই বিল পাশ হলে, তা আইনে পরিণত হবে।
আরও পড়ুন-প্রণয়ের রুদ্ধশ্বাস জয়, লক্ষ্যর হার
সূত্রের খবর, নতুন আইনের আওতায় আসবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও। দেশের ক্রীড়া সংস্থাগুলির গঠনতন্ত্র আলাদা। আলাদা আলাদা নীতির ভিত্তিতে পরিচালিত হয় সংস্থাগুলি। কিন্তু সব ক’টি সংস্থাকে একই নিয়মে বাঁধার জন্যই আনা হচ্ছে নতুন ক্রীড়া বিল। ২০২৬ সালে অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। তার আগেই দেশের সব খেলাকে একই আইনের আওতায় আনতে চায় কেন্দ্রীয় সরকার। এদিকে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক এবং ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিকে স্থান পেয়েছে ক্রিকেট। ফলে স্বাভাবিকভাবেই নতুন ক্রীড়া আইনের আওতায় পড়ে যাবে বিসিসিআইও।