সংবাদদাতা, শিলিগুড়ি : জলকর মকুব করে উন্নয়নমুখী বাজেট ঘোষণা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলিগুড়ি পুরসভায় প্রথমবার ক্ষমতায় এসেই তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে ৩১৮.৬৬ কোটি টাকার বাজেট পেশ করল। সোমবার শিলিগুড়ি কর্পোরেশনের সভাকক্ষে গৌতম দেব ২০২২-২০২৩ অর্থবর্ষের বাজেটের সঙ্গে সঙ্গে ২০২১-২০২২ অর্থবছরের সংশোধিত বাজেট উপস্থাপন করেন। আগামী ৩০ তারিখ বাজেট নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
আরও পড়ুন-প্রায় ১৩ হাজারকে বিধবাভাতা
কিন্তু সেদিন সরকারি ছুটি থাকার কারণে তা পরিবর্তিত হয়ে ৩১ মার্চ আলোচনা হবে বলেও জানিয়েছেন মেয়র গৌতম দেব। চার কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছেন। পুর নির্বাচনের আগে নির্বাচনী ইস্তাহার দশ দিগন্তে যা উল্লেখ ছিল তার অনেকটাই জায়গা পেয়েছে পেশ করা বাজেটে। এবারের বাজেটের অন্যতম চমক গৃহস্থবাড়ির জলকর মকুব করলেন মহানাগরিক। এছাড়াও পুরসভার আয় বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠানে জলকর ৫০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন। হোল্ডিং ট্যাক্স বা সম্পত্তি হস্তান্তর বিষয়ক এক শতাংশ ছিল। তা বৃদ্ধি করে ১.৫ শতাংশ করেছে। শিলিগুড়ি শহরে বর্তমানে ৩৩ হাজার বৈদ্যুতিক বাতিস্তম্ভ রয়েছে। যার মধ্যে ১৮ হাজার বাতিস্তম্ভে বাতি নেই।
আরও পড়ুন-এমার্জেন্সি! আ-মোদি-ত, কিন্তু অঘোষিত
এই কাজের জন্য ১ কোটি ৭৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও অটোমেটিক টাইমারের মাধ্যমেও বাতি জ্বলা ও নেভানোর উদ্যোগী হয়েছেন মেয়র। বাতিস্তম্ভ নষ্ট হয়ে গেলে পাড়ার মানুষেরা যাতে অভিযোগ করতে পারেন তার জন্য নির্দিষ্ট নম্বর ও অ্যাপ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কর্পোরেশন। এছাড়াও বাজেটে উল্লেখ রয়েছে গোটা শহরকে সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ মুড়ে ফেলার বিষয়টি। অল্প বৃষ্টিতে শহরে জল জমে যায়। জমা জল বের করতে বুস্টার মেশিন কেনার উদ্যোগী হয়েছেন। আধুনিকত্বের জন্য শহরের বেশ কিছু জায়গায় ওয়াইফাই জোন করার জন্য উদ্যোগী হয়েছেন মেয়র। পানীয় জলের সমস্যা বহু পুরনো। তাই পানীয় জলের সমস্যা সমাধান ও অগ্রগতির জন্য উদ্যোগী হয়েছেন।