মুম্বই, ৩ সেপ্টেম্বর : অনেকগুলি বিষয় সামনে রেখে সেপ্টেম্বরের শেষে বোর্ডের নির্বাচন। অরুণ ধুমল, দেবজিৎ সাইকিয়ার ভবিষ্যৎ কী হবে তার উত্তর পাওয়া যাবে বার্ষিক সভায়। অর্ন্তবর্তী সভাপতি রাজীব শুক্লা পাকাপাকিভাবে এই পদে আসবেন কি না সেটাও ঠিক হবে এই সভায়।
অরুণ ধুমল বর্তমানে আইপিএল চেয়ারম্যান পদে রয়েছেন। কিন্তু ২০২৫-এর অক্টোবরে তাঁর দু’দফায় ছ’বছর কাটানো হয়ে যাবে। আবার বোর্ডে ফিরতে হলে তাঁকে তিন বছরের কুলিং অফ পিরিয়ড কাটিয়ে আসতে হবে। এই মাসেই যেহেতু বোর্ড নির্বাচন, তাই ধুমল থাকতে পারবেন কি না সেই ব্যাপারে পরামর্শ নেওয়া হচ্ছে। ২০১৯-এ বোর্ড কোষাধ্যক্ষ হয়ে এসেছিলেন ধুমল। ২০২২-এ তিনি আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হন। বর্তমান নিয়মে অফিস বেয়ারারদের ছ’বছর পর তিন বছরের জন্য কুলিং অফ পিরিয়ডে যেতে হয়। সভাপতি, সহ সভাপতি, সচিব, কোষাধ্যক্ষ এই নিয়মের আওতায় পড়েন। ধুমলকে সরতে হলে আইপিএলের দায়িত্বে আসতে পারেন অনিরুদ্ধ চৌধুরি।
আরও পড়ুন-সরিয়ে ফেলা হচ্ছে হলদিয়া গেট, রাতে বন্ধ থাকবে জাতীয় সড়ক
বর্তমান সচিব সাইকিয়া ২০২২-এ যুগ্ম সচিব হয়ে বোর্ডে এসেছিলেন। গত ডিসেম্বরে তিনি অর্ন্তবর্তী সচিব হন। জানুয়ারিতে তাঁকে সচিব পদ দেওয়া হয়। তাঁর আমলে ভারতীয় ক্রিকেটে অনেক ঘটনা ঘটেছে। বিরাট ও রোহিত টেস্ট থেকে অবসর নিয়েছেন। শুভমন গিলকে নতুন টেস্ট অধিনায়ক করা হয়েছে। এরমধ্যে আবার গেমিং অ্যাপ নিষিদ্ধ হওয়ায় ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে প্রধান স্পনসরের সম্পর্ক ছিন্ন হয়েছে। সচিব হিসাবে তিনি কঠিন সময় সামলেছেন। প্রশ্ন নতুন সভাপতি নিয়েও। রজার বিনির ৭০ বছর হয়ে যাওয়ায় তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন। রাজীব শুক্লা অর্ন্তবর্তী সভাপতি হন। কিন্তু তাঁকেও আগামী বছর ছ’বছর হয়ে যাওয়ায় কুলিং অফে যেতে হবে। এখন প্রশ্ন হল, বোর্ড কি ১৫ মাসের জন্য তাঁকে এই পদে রেখে দেবে নাকি নতুন সভাপতি বেছে নেবে।