প্রতিবেদন : আজ শনিবার বিসিসিআই-এর বিশেষ সাধারণ সভা। এশিয়া কাপের ভেনু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই দেশের মাটিতে আসন্ন বিশ্বকাপের ম্যাচ কেন্দ্র ঠিক করে ফেলতে পারে বোর্ড। একই সঙ্গে বিশ্বকাপের আয়োজক কমিটিও গড়া হবে বৈঠকে। বিশ্বকাপের ভেনু ও সূচির বিষয়টি শনিবারের বৈঠকের অ্যাজেন্ডায় না থাকলেও এটা নিয়ে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কর্তারা। সিএবি-র তরফে চেষ্টা চলছে ইডেন গার্ডেন্সে একটা বড় ম্যাচ আনার। আমেদাবাদ পৌঁছে গিয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং সচিব নরেশ ওঝা। বোর্ডের আইপিএল কমিটির সদস্য প্রাক্তন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া আগে থেকেই রয়েছেন আমেদাবাদে।
আরও পড়ুন-‘ওসিকে জানান এরকম বেআইনি বাজি তৈরি হলে’ নিষিদ্ধ বাজি তৈরির কারখানা রুখতে পথ দেখালেন মুখ্যমন্ত্রী
কলকাতা ছাড়ার আগে সিএবি সভাপতি ঘনিষ্ঠমহলে বলে গিয়েছেন, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের থেকেও তাঁরা বড় ম্যাচ চান। ভারত-পাকিস্তান ম্যাচের পাশাপাশি বিশ্বকাপ সেমিফাইনাল আয়োজনের দাবি জানাবেন। কিন্তু বোর্ড সূত্রে খবর, ভারত-পাক ম্যাচ কোনওভাবেই আমেদাবাদের বাইরে যাবে না। ফাইনালও আমেদাবাদে। দু’টি সেমিফাইনাল হওয়ার প্রবল সম্ভাবনা মুম্বই এবং বেঙ্গালুরুতে। তাই সিএবি-র সেমিফাইনাল পাওয়ার সম্ভাবনা কম। একটি কোয়ার্টার ফাইনাল পেতেও পারে ইডেন।
এছাড়া ভারতের একটি ম্যাচ (সম্ভবত দক্ষিণ আফ্রিকা) এবং লিগ পর্বে আরও তিন বা চারটি খেলা হতে পারে কলকাতায়। পাকিস্তান, বাংলাদেশের একটি করে ম্যাচ হতে পারে ইডেনে। রাউন্ড রবিন লিগে ৯টি ভেনুতে ভারতের ম্যাচগুলি হওয়ার কথা। যার মধ্যে অন্যতম কলকাতা। চেন্নাইয়ে ভারত বনাম অস্ট্রেলিয়া এবং বেঙ্গালুরুতে ভারত-ইংল্যান্ড ম্যাচ হতে পারে।