দুবাই, ১৬ সেপ্টেম্বর : হ্যান্ডশেক বিতর্কে অবশেষে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড। রবিবার এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচে সলমন আঘাদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদবরা। যা নিয়ে জলঘোলা করে চলেছে পাক বোর্ড। সেই ঘটনার ৪৮ ঘণ্টা পর পাল্টা জবাব দিয়েছে বিসিসিআই।
সরকারিভাবে বোর্ডের তরফ থেকে কোনও বিবৃতি না এলেও, সংবাদ সংস্থাকে এক বিসিসিআই আধিকারিক জানিয়েছেন, সূর্যরা যা করেছে, তা পুরোপুরি সঠিক। বোর্ড ক্রিকেটারদের পাশেই রয়েছে। খেলা শেষে প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতেই হবে, এটা মোটেই বাধ্যতামূলক নয়। ক্রিকেট বইয়ের কোথাও এটা লেখা নেই। তাহলে পাকিস্তান কীসের ভিত্তিতে এত চিৎকার করছে?
আরও পড়ুন-মহিলাদের আরও বেশি করে সামনে আনতে হবে
ওই আধিকারিক আরও জানিয়েছেন, নিয়মই যদি না থাকে, তাহলে সূর্যকুমাররা একদম ঠিক কাজ করেছে। যে-দেশের সঙ্গে আমাদের সম্পর্ক এত খারাপ। যে-দেশ সব সময় আমাদের ক্ষতি চেয়েছে, তাদের সঙ্গে কীসের সৌজন্য! টুর্নামেন্টের সূচি অনুযায়ী ভারত ম্যাচটা খেলেছে। ওই পর্যন্তই। তার থেকে বেশি সম্মান দেখানো হবে না।
এদিকে, শালীনতার মাত্র ছাড়ালেন প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ ইউসুফ। লাইভ টিভি শোতে সূর্যকুমার যাদবকে শুয়োর বলে কটাক্ষ করেছেন তিনি! হ্যান্ডশেক বিতর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে ইউসুফ বলেন, ভারত যেভাবে জিতেছে তাতে ওদের লজ্জিত হওয়া উচিত। আম্পায়ারকে ব্যবহার করে, ম্যাচ রেফারিকে দিয়ে পাকিস্তানকে নির্যাতন করেছে। এরপর ইউসুফ সূর্যকে শুয়োরকুমার বলে সম্বোধন করেন। সঞ্চালক বারবার তাঁকে সূর্য নাম মনে করিয়ে দিলেও, ইউসুফ অনড় ছিলেন। প্রাক্তন পাক তারকার এই উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
একদিনের বিশ্রাম কাটিয়ে মঙ্গলবার থেকেই ফের প্র্যাকটিসে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেটাররা। টানা দু’টি জয়ের পর সূর্যকুমারদের সুপার ফোরে খেলা নিশ্চিত। শুক্রবার ওমানের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ এখন নিছকই নিয়মরক্ষার। তাই বলে ফোকাস হারাতে রাজি নয় ভারতীয় শিবির। পুর্ণশক্তির দল নিয়েই ওমানের বিরুদ্ধে মাঠে নামার ইঙ্গিত পাওয়া গিয়েছে। মাঠের বাইরের বিতর্ক নিয়েও বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছেন না ক্রিকেটাররা। কোচ গৌতম গম্ভীর ইতিমধ্যেই স্পষ্ট বার্তা দিয়ে রেখেছেন, শুধু ক্রিকেট ফোকাস করার।যেহেতু এশিয়া কাপে সব ম্যাচই ভারত সন্ধ্যাবেলায় খেলছে। তাই মঙ্গলবার ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা থেকে দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে প্র্যাকটিস করেন সূর্যরা।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…