নতুন স্পনসরের জন্য দরপত্র আহ্বান বোর্ডের

এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন থেকেই আগ্রহী ভারতীয় সংস্থাগুলিকে আগামী অফেরতযোগ্য ৫ লক্ষ টাকা দিয়ে আবেদন করতে হবে।

Must read

মুম্বই, ২ সেপ্টেম্বর : ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর হতে আগ্রহী সংস্থাগুলির কাছ থেকে মঙ্গলবার দরপত্র আহ্বান করল বিসিসিআই। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন থেকেই আগ্রহী ভারতীয় সংস্থাগুলিকে আগামী অফেরতযোগ্য ৫ লক্ষ টাকা দিয়ে আবেদন করতে হবে। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। বিদেশি সংস্থাগুলিকে দরপত্র সংগ্রহ করতে হবে ৫৬৭৫ ডলারের বিনিময়ে (ভারতীয় মুদ্রায় প্রায় ৫ লক্ষ ২৫০ টাকা)। আবেদনপত্র বাতিল করার পূর্ণ অধিকার থাকবে বোর্ডের।
আরও কিছু শর্ত যোগ করা হয়েছে। যেমন অনলাইন গেমিং বা ওই ধরনের কাজকর্মে যুক্ত কোনও সংস্থা আবেদন জানাতে পারবে না। এছাড়া ক্রিপ্টো ব্যবহার সঙ্গে যুক্ত সংস্থা, মদ প্রস্তুতকারক এবং তামাকজাত পণ্য প্রস্তুতকারী সংস্থারাও আবেদন জানাতে পারবে না। একই সংস্থার যদি একাধিক পণ্য থাকে, তাহলেও সেই সংস্থা একটিই দরপত্র তুলতে পারবে। আবেদনকারী সংস্থাগুলির শেষ তিন বছরের বার্ষিক আয় গড়ে অন্তত ৩০০ কোটি টাকা হতে হবে। অথবা শেষ তিন বছরে সংস্থার মোট সম্পদের পরিমাণ ৩০০ কোটি টাকা হতে হবে।

আরও পড়ুন-দমদম এবং শহিদ ক্ষুদিরামের মধ্যে রাতের পরিষেবা সম্পূর্ণ বন্ধ

তবে যা পরিস্থিতি, তাতে এশিয়া কাপে স্পনসর ছাড়াই খেলবে ভারতীয় দল। কারণ টুর্নামেন্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে। দরপত্র জমা দেওয়ার পর, তার থেকে নতুন স্পনসর বেছে নিতে এশিয়া কাপের অর্ধেকটাই শেষ হয়ে যাবে। আরও জানা গিয়েছে, নতুন স্পনসরের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি করতে চাইছে ভারতীয় বোর্ড। বিসিসিআই কর্তাদের আশা, নতুন স্পনসরের কাছ থেকে অন্তত ৪৫০ কোটি টাকা পাওয়া যাবে।
প্রসঙ্গত, সর্বশেষ স্পনসর ড্রিম ইলেভেনের সঙ্গে ২০২৬ সালের মার্চ পর্যন্ত চুক্তি ছিল বোর্ডের। কিন্তু কেন্দ্রীয় সরকারের নতুন নিয়মের কারণে বিদায় নিতে হয়েছে এই অনলাইন গেমিং সংস্থাকে। ড্রিম ইলেভেনের সঙ্গে তিন বছরে ৩৫৮ কোটি টাকার চুক্তি ছিল বোর্ডের।

Latest article