নিয়োগ পর্যন্ত চাকরি রাখতে কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ

এদিনই আবার সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন করল মধ্যশিক্ষা পর্ষদ। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের রায়ের মডিফিকেশন চাইল পর্ষদ

Must read

প্রতিবেদন : সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই আবার সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন করল মধ্যশিক্ষা পর্ষদ। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের রায়ের মডিফিকেশন চাইল পর্ষদ। যতদিন না নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, মধ্যশিক্ষা পর্ষদ যোগ্যদের চাকরি বজায় রাখার আবেদন করেছে।

আরও পড়ুন-দিনের কবিতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, যোগ্যদের নিয়ে আমরা সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাইব। জানতে চাইব, যাঁরা এতদিন কাজ করছিলেন, তাঁরা এখন কী করবেন? স্কুলে যাবেন না? বাচ্চাদের পড়াবেন না? এরপরই তিনি জানান, সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানো হবে যাতে ওই রায় সাময়িক বদল করে যোগ্যদের ক্লাস নেওয়া, পরীক্ষার খাতা দেখার অনুমতি দেওয়া হয়। সেইমতো মধ্যশিক্ষা পর্ষদ শীর্ষ আদালতে আবেদন জানায়। আবেদনে বলা হয়, নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বা এই শিক্ষাবর্ষ পর্যন্ত চাকরিহারাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক। তাতে অন্তত শিক্ষাব্যবস্থা রক্ষা পাবে। মুখ্যমন্ত্রী জানান, কোনও নোটিশ না পাওয়া পর্যন্ত আপনারা স্কুলে যান। কেউ বারণ করবে না। স্বেচ্ছায় কাজ করুন। মনে রাখবেন, দু’মাস কষ্ট করলে ২০ বছর নিশ্চিন্তে থাকতে পারবেন।

Latest article