ব্যর্থ কোচের পাশেই বোর্ড

Must read

মুম্বই, ২৭ নভেম্বর : টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরেও গৌতম গম্ভীরের উপর আস্থা রাখছে বিসিসিআই (BCCI_Gautam Gambhir)। তবে প্রোটিয়াদের সঙ্গে সাদা বলের সিরিজ শেষ হলেই, কোচের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন বোর্ড কর্তারা। ওই বৈঠকে থাকবেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকরও। এক বিসিসিআই কর্তার বক্তব্য, এখনই গম্ভীরকে (BCCI_Gautam Gambhir) সরানোর কথা বোর্ড ভাবছে না। ও একটা দল তৈরি করছে। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত গম্ভীরের সঙ্গে চুক্তি রয়েছে। সাদা বলের সিরিজ শেষ হওয়ার পর, গম্ভীরের সঙ্গে বৈঠকে বসা হবে। সেখানে ওর কাছে জানতে চাওয়া হবে, দলের এই পালাবদলের সময়টাকে ও কীভাবে দেখছে। বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া আবার বলেছেন, বিসিসিআই কোনও সিদ্ধান্তই তাড়াহুড়ো করে নেয় না। কয়েকটা ম্যাচের ফল দেখে কোনও বদল করতে চাই না। যদি সত্যিই বদলের প্রয়োজন হয়, তখন নির্দিষ্ট সময়ের পর নেওয়া হবে। ভারতীয় ক্রিকেট এখন পালাদবলের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বকাপ সামনেই। তাছাড়া গম্ভীরের সঙ্গে চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। তাই এখনই কোনও কড়া সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী নয় বোর্ড। আমাদের পরের টেস্ট সিরিজ বেশ কয়েক মাস পর। তবে লাল বলের ফরম্যাটে উন্নতির জন্য কী কী করণীয়, সেটা নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন-রো-কো নামতেই টিকিটের হাহাকার, রাঁচিতে কনকনে ঠান্ডায় স্বাগত ক্রিকেটারদের

Latest article