ফ্লেমিংকে পেতে মাহির দ্বারস্থ বোর্ড

টি-২০ বিশ্বকাপের পরই দ্রাবিড়ের কার্যকাল শেষ হয়ে যাবে। তিনি এমনিতেই মেয়াদ শেষে ছ’মাস বাড়তি সময় ভারতীয় দলের কোচ ছিলেন।

Must read

মুম্বই, ২১ মে : স্টিফেন ফ্লেমিংকে ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বোর্ড। তবে তিনি হ্যাঁ বা না করেননি। এই পরিস্থিতিতে মহেন্দ্র সিং ধোনির সাহায্য নেওয়ার কথা ভাবা হচ্ছে। যাতে তিনি সিএসকে কোচকে দ্রাবিড়ের জায়গায় কোচ হতে আবেদন জানাতে বলেন।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রী সম্পর্কে কুকথা, ২৪ ঘণ্টার জন্য অভিজিৎকে সেন্সর কমিশনের

টি-২০ বিশ্বকাপের পরই দ্রাবিড়ের কার্যকাল শেষ হয়ে যাবে। তিনি এমনিতেই মেয়াদ শেষে ছ’মাস বাড়তি সময় ভারতীয় দলের কোচ ছিলেন। সিনিয়রদের কয়েকজনের অনুরোধ সত্ত্বেও দ্রাবিড় আর কোচ থাকতে রাজি নন। ১ জুলাই নতুন কোচ দায়িত্ব নেবেন। তার মেয়াদ কাল হবে সাড়ে তিন বছর।
সূত্রের খবর, ফ্লেমিংয়ের কাছে কোচ হওয়ার প্রস্তাব গিয়েছে। কিন্তু তিনি কিছু জানাননি। কোচ হওয়ার আবেদনও করেননি। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, কোচ হিসাবে সাড়ে তিন বছর কাটানোর এই লম্বা মেয়াদই ফ্লেমিংকে ভাবাচ্ছে। দ্রাবিড়ও শুরুতে এজন্য দায়িত্ব নিতে রাজি হচ্ছিলেন না।
২৭ মে কোচের পদে আবেদনের শেষ দিন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, ফ্লেমিং যাতে আবেদন করেন সেজন্য ধোনির সাহায্য নেওয়া হতে পারে। তিনি জানান, ফ্লেমিং না করেননি। কিন্তু তিনি চিন্তিত লম্বা সময় নিয়ে। দ্রাবিড়ের বেলায় সেটাই হয়েছিল। এ

Latest article