প্রতিবেদন : স্কুল শিক্ষকদের আপস বদলি বা মিউচুয়াল ট্রান্সফার খুব দ্রুত কার্যকর করতে চলেছে শিক্ষা দফতর। এখবর জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। শুধু তাই নয়, বৃহস্পতিবার একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের মতো পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে এবার আরও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। দুটি ক্ষেত্রেই ব্যবহার করা হবে আধুনিক প্রযুক্তি।
এদিন রাজারহাটে একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রাত্য (Bratya Basu) বলেন, শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার বা আপসে বদলি নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। তবে ঠিক কবে থেকে এটা শুরু হবে তা এখনও বলা সম্ভব হচ্ছে না। তবে এটুকু বলতে পারি খুব দ্রুত এর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং শীঘ্রই তা চালু হয়ে যাবে। একইসঙ্গে সারপ্লাস ট্রান্সফার নিয়ে মন্ত্রী বলেন, এক্ষেত্রে আমরা আগেরগুলোর রিভিউ করব। সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে আমরা একটা নীতি অবশ্যই আনব এবং সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই চূড়ান্ত করা হবে।
আরও পড়ুন- ডিটেনশন ক্যাম্পে বন্দি বিদেশি, অসম সরকারকে ভর্ৎসনা শীর্ষ আদালতের
চলতি বছরে প্রশ্নফাঁসের মধ্যে ঘটনা রুখতে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। তাঁর কথায়, গত বছর যে দুষ্কৃতী চক্র এই প্রশ্ন ফাঁস করেছিল তাদেরকে আমরা ধরতে পেরেছি। এবার আর তা করা যাবে না। দুই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এখন মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে রোজই জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনা চলছে। পরীক্ষা নির্বিঘ্নে শেষ করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হচ্ছে।
সম্প্রতি শহরের একটি বেসরকারি স্কুলের জানালা ভেঙে দু’জন ছাত্র জখম হয়েছিল। সেই ঘটনা নিয়ে শিক্ষামন্ত্রী জানান, সেক্ষেত্রে রাজ্যের বেসরকারি স্কুলগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রী আগেই একটি কমিশন গড়ার কথা বলেছেন। ওই ঘটনার পর আমি দফতরের সচিবের সঙ্গে কথা বলেছি। কিন্তু, কী তার বাস্তবায়ন তা নিয়ে এখনই কিছু বলা যাবে না।