পার্টনারশিপ মডেল মানবে না বোর্ড, দুবাইতে সব ম্যাচ খেলার প্রস্তাব খারিজ

Must read

দুবাই, ২ নভেম্বর : প্রচুর বিতর্ক। বিস্তর আলোচনা। শেষ পর্যন্ত ভারতের জন্য হাইব্রিড মডেল পিসিবি মেনে নিয়েছে বলে শোনা যাচ্ছে। এতে যা দাঁড়িয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে। কিন্তু পাল্টা হিসাবে পিসিবি একটি প্রস্তাব ভাসিয়ে দিয়েছিল। তাদের বক্তব্য ছিল, তাহলে আগামী তিন বছর ভারত-পাক সব ম্যাচ হোক দুবাইয়ে। পাক বোডের্র যুক্তি ছিল, ভারত পাকিস্তানে গিয়ে না খেললে পাকিস্তানও ভারতের মাটিতে কোনও আইসিসি ম্যাচ খেলবে না। সেক্ষেত্রে খেলা হোক দুবাইয়ে। নিরপেক্ষ ভেনুতে। দুটো দল সেখানেই আগামি তিন বছর খেলবে। কিন্তু পার্টনারশিপ মডেলের পিসিবি প্রস্তাবকে অবশ্য দিচ্ছে না বিসিসিআই। শোনা যাচ্ছে, এক্ষেত্রে প্রাথমিকভাবে নাকি একটা সবুজ সংকেতের পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু পরে বেঁকে বসে বিসিসিআই। পিসিবির একটি সূত্র জানিয়েছে, আমরা একটা যুক্তিপূর্ণ সমাধানসূত্র দিয়েছিলাম। ভারত না মানলে এটাও আশা করতে পারে না যে আমরা ওখানে খেলার জন্য দল পাঠাব। ভারতে কোনও আইসিসি টুর্নামেন্ট হলে ওদের দলকেও ফাইনাল বা গুরুত্বপূর্ণ ম্যাচ দুবাইয়ে খেলতে হবে। এই সমতা বজায় রাখতে হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ১৫ মিনিটেই মুলতুবি হয়ে গিয়েছিল। ভারত ওদেশে দল পাঠাবে না স্পষ্ট করে দেয় আগেই। পিসিবিও হাইব্রিড মডেল মানবে না। তাদের সব ম্যাচ চাই দেশের মাঠে। এই ছিল অবস্থা। শেষ পর্যন্ত অবশ্য আইসিসি ও সব বোর্ডের চাপের মুখে পিসিবিকে ভারতের জন্য দুবাইয়ে ম্যাচ মেনে নিতে হয়েছে বলে খবর। তবে আইসিসি এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেনি।

আরও পড়ুন- ফের হার মহামেডানের

Latest article