প্রতিবেদন: শুধু পুঁথিগত শিক্ষাই নয়, হয়ে উঠতে হবে জনমুখী, সামাজিক। বাড়াতে হবে নিজেদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা। এবার এই নিয়েই বিভিন্ন জেলা থেকে ১২০০ শিক্ষকদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ১ আগস্ট এই আলোচনা সভায় উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শিক্ষাসচিব বিনোদ কুমার, পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং শিক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা।
আরও পড়ুন-সুডা-র সাম্প্রতিক সমীক্ষায় বড় সাফল্য, প্রথম ডেঙ্গিমুক্ত এলাকা স্বীকৃতি পেল পানিহাটি
রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, ‘সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং’ নিয়েই হবে আলোচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বলেন সমাজের জন্য কাজ করতে হবে। তাই পড়ুয়াদের এখন থেকেই সেই বিষয়ে প্রশিক্ষণ দেবেন শিক্ষক শিক্ষিকারা। এছাড়াও পড়ুয়াদের সৃজনশীল করে তুলতেও তাঁদের পাঠ দেওয়া হবে স্কুলে স্কুলে। সেদিনের আলোচনা থেকে উঠে আসা বিষয়গুলি নিয়ে শিক্ষকদের পরবর্তী ছমাস প্রশিক্ষণ দেওয়া হবে। এরমধ্যেই প্রশিক্ষণ নিতে নিতেই পড়ুয়াদের সৃজনশীল করে তোলার পাঠ দিতে থাকবেন শিক্ষক শিক্ষিকারা। স্কুলপড়ুয়াদের আর্থ-সামাজিক পরিস্থিতি অনুযায়ী কেমন ব্যবহার করা উচিত, কী ভাবে কারোর সঙ্গে কথা বলা দরকার, ন্যায় অন্যায়ের পার্থক্য কতটা সেই বিষয়েই পাঠ দেওয়া হবে। দেখা যায় স্কুল পড়ুয়াদের মধ্যে অনেক সময় অসাধুতা, অসম প্রতিযোগিতা, নেতিবাচক স্বভাব তৈরি হচ্ছে। এই বিষয়গুলির প্রভাব কাটাতেই পাঠ দেবেন প্রশিক্ষকরা।