সোমবার রাতে রাজমহেন্দ্রভরমের কাছে গোদাবরী নদীতে (Godavari) নৌকা ডুবে দুইজন প্রাণ হারিয়েছেন। জানা গিয়েছে, ২০ জনের একটি দল নৌকায় করে লঙ্কা ভ্রমণ করতে গিয়েছিল। তাদের মধ্যেই কিছু লোক যখন ফিরে আসছিল, তখন নৌকাটি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সূত্রের খবর, নৌকায় জল ঢুকে পড়েছিল। দুর্ঘটনার সময় নৌকায় ১২ জন যাত্রী ছিলেন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে। এরপরেই ঘটনাস্থলে উপস্থিত হন কর্মকর্তারা এবং দমকল কর্মীরা। উদ্ধারকারী দল ১০ জন যাত্রীকে বাঁচাতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন-হাসপাতালে মৃত্যু ‘ব্যান্ডিট কুইন’ কুসমার
তবে, অন্নভারম (৫৪) এবং রাজু (২৫) নামে দুই ব্যক্তি নিখোঁজ হয়েছিলেন। বেশ কিছুক্ষনের তল্লাশি অভিযানের পর তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।