গরুমারায় ফের নৌকা বিহার, খুশি পর্যটকেরা

ডুয়ার্সের প্রতি পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ নজর থাকে বরাবরই। তাইতো ডুয়ার্সে একের পর এক প্রকল্পের মাধ্যমে কাজ করে মন জয় করে নিয়েছে তৃণমূল সরকার

Must read

আর্থিকা দত্ত জলপাইগুড়ি: ডুয়ার্সের প্রতি পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ নজর থাকে বরাবরই। তাইতো ডুয়ার্সে একের পর এক প্রকল্পের মাধ্যমে কাজ করে মন জয় করে নিয়েছে তৃণমূল সরকার। ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোকে আরও উন্নত করে ভ্রমণ পিপাসুদের জন্য যেমন আকর্ষণীয় করে তুলেছে একইভাবে নিজেদের জায়গা উন্নত হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারাও। আগের থেকে আরও বেশি পর্যটক আসায় ব্যবসায়ীদের মাধ্যমে পাল্টে গেছে এলাকার অর্থনৈতিক পরিস্থিতিও। তাই সব দিক খেয়াল রেখে পশ্চিমবঙ্গ সরকার নতুন প্রকল্পের মাধ্যমে যেমন কাজ করে চলেছে একইভাবে পুরনো জায়গাগুলো সংস্কারে উদ্যোগী হয়েছে।

আরও পড়ুন-নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ইমরান

এবারে পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যে বনদপ্তরের উদ্যোগে ফের গরুমারায় চালু হতে চলেছে নৌকা বিহার। গরুমারায় বেড়াতে আসা পর্যটকদের জঙ্গল দেখার পাশাপাশি জঙ্গলে ঘেরা চুকচুকি ঝিলে আবারও মিলবে নৌকায় ভ্রমণ করার অভিজ্ঞতা। একসময় এই চুকচুকি ঝিলের নৌকা বিহার বেশ জনপ্রিয় ছিল, কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে বন্ধ হয়ে যায় এই পরিষেবা। এই পরিষেবা বন্ধ হয়ে যাবার সাথে সাথেই গরুমারার টিকিট কাউন্টারের পাশে থাকা প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রও সংস্কারের অভাবে ধুঁকতে থাকে। জানা যায়, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বনদপ্তরের সহযোগিতায় খুব শীঘ্রই গরুমারার প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র ও চুকচুকি ঝিলে নৌকা বিহার আবারও চালু হতে চলেছে। গরুমারা এডিএফও রাজিব দে বলেন, সরকারি উদ্যোগে ইতিমধ্যেই যেমন পুরনো বিভিন্ন জঙ্গলের সরকারি রিসোর্টগুলির সংস্কার করা হয়েছে একইভাবে সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে গরুমারার এই প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র টিকে। একই সাথে এক সময়ের বেশ জনপ্রিয় জায়গা হিসেবে পরিচিত চুকচুকি ঝিলে নৌকা বিহার খুব শীঘ্রই শুরু হবে।”

Latest article