প্রতিবেদন : ট্যাংরার ছায়া এবার আলিপুরদুয়ারেও (alipurduar)। বন দফতরের সরকারি আবাসন থেকে উদ্ধার হল একই পরিবারের তিন জনের দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আত্মহত্যা নাকি খুন, সে-বিষয়ে রহস্য দানা বেঁধেছে। বন বিভাগের ওই সরকারি আবাসনে জলদাপাড়া জাতীয় উদ্যানের এক মাহুতের পরিবার থাকে। মাহুত বিনোদ ওঁরাওয়ের মা ও ভাই এবং পুত্রের অস্বাভাবিক মৃত্য হয়েছে। সোমবার সকালে মাহুত বিনোদ ওঁরাওয়ের ভাই রবি ওঁরাওয়ের (৩০) ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই সরকারি আবাসের একটি ঘর থেকে। পাশের ঘরের মেঝেতে মৃত অবস্থায় পাওয়া যায় মা বিবি লোহার ওঁরাও (৫২) ও ছেলে বিবেক ওঁরাও (১৩)-এর মৃতদেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান মা ও ভাইপোকে শ্বাসরোধ করে খুন করার পর সম্ভবত নিজে আত্মঘাতী হয়েছেন রবি। পরিবার সূত্রে জানা গিয়েছে, সৎ মা বিবি লোহার ওঁরাওয়ের সঙ্গেও মাঝেমধ্যে ঝগড়া লেগেই থাকত রবির। দাদা বিনোদ ওঁরাওয়ের সঙ্গেও খুব একটা ভাল সম্পর্ক ছিল না রবির। এদিন ভোর সাড়ে চারটের সময় জলদাপাড়ার হলং বিটের হস্তিশালায় কাজে গিয়েছিলেন বিনোদ। এরপর তাঁকে সকালে ওই ঘটনার খবর দেওয়া হয়। বাড়ি এসে পুলিশ ও বনকর্তাদের খবর দেন। যদিও রবি বিনোদের স্ত্রী পুষ্পার কোনও ক্ষতি করেনি। সে অপর একটি ঘরে ঘুমিয়ে ছিল। জলদাপাড়া বনবিভাগের ডিএফও প্রবীণ কাসোয়ান বলেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক। সম্ভবত পারিবারিক বনিবনা না হওয়ার কারণেই এই মর্মান্তিক ঘটনা। জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে না আসা পর্যন্ত ওই তিন জনের অস্বাভাবিক মৃত্যুর রহস্যের কিনারা করা সম্ভব নয়।
আরও পড়ুন- দম্পতি-খুনে মেয়ে-সহ তিনজনের যাবজ্জীবন
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…