কলকাতায় ফের বাড়ি থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবার ঘটনাস্থল মুকুন্দপুর (mukundapur) এলাকা। বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধারের পাশাপাশি একটি সুইসাইড নোটও পেয়েছে পুলিশ। মৃতরা হলেন দুলাল পাল (৬৫) ও রেখা পাল (৫৬)। বাবা-মাকে ফোনে না পেয়ে প্রতিবেশীদের খোঁজ নিতে বলেন দম্পতির বিবাহিতা মেয়ে। তখনই বিষয়টি সামনে আসে। নিখোঁজ দুলালের ছেলে ও বৌমা। তদন্তে নেমেছে মুকুন্দপুর থানার পুলিশ।
আরও পড়ুন- কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, ভারতীয় সেনার জবাবে খতম ৫ অনুপ্রবেশকারী
যাদবপুর থানা এলাকার অন্তর্গত মুকুন্দপুরে (mukundapur) ছেলে বৌমার সঙ্গে থাকতেন বৃদ্ধ দম্পতি। তাঁর মেয়ের অভিযোগ, মা-বাবাকে খুন করেছে ভাই সৌরভ পাল ও ভাইয়ের বউ কল্যাণী মণ্ডল। মঙ্গলবার রাতেও বৃদ্ধ দম্পতিকে মারধর করা হয় বলে জানিয়েছেন প্রতিবেশীরা। বুধবার সকালে কারও সাড়া না মেলায় সন্দেহ হয় এলাকাবাসী। পুলিশ দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। মৃতের ছেলে সৌরভ পেশায় ফিজিওথেরাপিস্ট। তাঁর স্ত্রী কল্যাণী একটি বেসরকারী অফিসে কাজ করেন।তবে এদিন সকালে বাড়িতে কেউ ছিলেন না। বাড়ির ডাইনিং রুমে দুলালকে ঝুলতে দেখা যায়। অন্যদিকে, স্ত্রী রেখার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বেডরুম থেকে। সুইসাইড নোটে আত্মহত্যার কথা লেখা থাকলেও প্রশ্ন উঠছে দুজনে আলাদা ঘরে গিয়ে নিজেদের শেষ করা সিদ্ধান্ত নেবেন কেন? তাহলে কি খুন করে তাদের ঝুলিয়ে দেওয়া হয়েছে? নিখোঁজ নিহত দম্পতির ছেলে ও পুত্রবধূর খোঁজ চালাচ্ছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।