প্রতিবেদন : বুধবার রাতেই ফিরল তিন বাঙালি পর্যটকের দেহ (Pahalgam Attack)। এদিন রাত ৮টা নাগাদ দমদম বিমানবন্দরে বিতান অধিকারী এবং সমীর গুহর দেহ এসে পৌঁছয়। পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মণীশরঞ্জন মিশ্রর দেহ রাঁচি হয়ে পুরুলিয়া পৌঁছয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্ববধানে এবং রাজ্য সরকারের ব্যবস্থাপনায় দেহগুলি কাশ্মীর থেকে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী নিজে মনিটরিং করছিলেন। সেইসঙ্গে দিল্লির রেসিডেন্ট কমিশনার-সহ রাজ্যের সিনিয়র অফিসাররাও নাগারে যোগাযোগ রেখে গিয়েছেন।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম। সেখানেই অকালপ্রয়াত দুই সহনাগরিককে শ্রদ্ধা জানান দুই মন্ত্রী। এরপর বিতানের দেহ নিয়ে যাওয়া হয় বৈষ্ণবঘাটা লেনের বাড়িতে। সমীর গুহের দেহ পৌঁছয় তাঁর বেহালার বাড়িতে। দু’জায়গাতেই এলাকার মানুষের ঢল নেমেছিল তাঁদের শেষ দেখা দেখতে। পরিজনদের বুকফাটা কান্না বাঁধ মানেনি। শেষকৃত্যসম্পন্ন হওয়া পর্যন্ত সঙ্গে ছিলেন দুই মন্ত্রী।
ফিরল তিন বাঙালির দেহ
