ঝাড়খণ্ডে (Jharkhand) উদ্ধার উত্তর দিনাজপুরের (North Dinajpur) এক পরিযায়ী নির্মাণ শ্রমিকের দেহ। জাকির হোসেনের (৩৪) বাড়ি ডালখোলার চাঙাটুলি গ্রামে। তাঁকে খুনে অভিযোগে বিদেশ মার্ডি নামে ঝাড়খণ্ডের এক যুবককে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, ঝাড়খণ্ডের সরাইকেলা জেলার চম্পানগরের জঙ্গল থেকে গত ১১ অক্টোবর জাকিরের দেহ উদ্ধার হয়। মঙ্গলবার তাঁর দেহ গ্রামে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন-৩০ অক্টোবর পর্যন্ত আরজি কর সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা বহাল পুলিশের
২৫ সেপ্টেম্বর বাড়ি থেকে জাকির বেঙ্গালুরু যান। দুই বছর সেখানেই কাজ করতেন। ২৬ সেপ্টেম্বর বাড়িতে ফোন করে তিনি ৫০ হাজার টাকা পাঠাতে বলেন। সেদিন তিনি জানান ওখানে কিছু লোকজন তাঁর টাকা নিয়ে নিয়েছে আর আরো টাকা না দিলে মেরে ফেলার হুমকি দিয়েছে। কিছুক্ষন পরেই তাঁর ফোন থেকে অপরিচিত এক ব্যক্তি ‘মুক্তিপণ’ হিসেবে ৫০ হাজার টাকা পাঠাতে বলে। পরিবারের লোকেরা টাকা জোগাড়ের চেষ্টা করলেও পাঠাতে পারেননি। জাকিরের ফোন বন্ধ ছিল। তাঁরা ডালখোলা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ যদিও জানায় ফোনটি ঝাড়খণ্ড থেকে এসেছিল। ঝাড়খণ্ডের বিদেশ মার্ডির অ্যাকাউন্টে এর আগে টাকা পাঠিয়েছেন জাকির। বিদেশকে গ্রেফতার করার পর জানা যায় ২৮ সেপ্টেম্বর জাকিরকে শ্বাসরোধ করে খুন করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
আরও পড়ুন-প্রাতঃভ্রমণে বেরিয়ে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী
প্রসঙ্গত, জানা গিয়েছে, জাকির পরিযায়ী শ্রমিকের কাজ ছাড়াও ভিন্ রাজ্যে শ্রমিক সরবরাহ করতেন। সেই হিসেবেই ঝাড়খণ্ডের বিদেশের সঙ্গে জাকিরের পরিচয় হয়। জাকিরের বেঙ্গালুরু যাওয়ার কথা থাকলেও তাঁকে ঝাড়খণ্ডে ডেকে নেয় বিদেশ। সেখানে টাকা লেনদেন নিয়ে সমস্যার ফলেই এই খুন বলে মনে করছে তদন্তকারীরা।