গেরুয়া রাজ্যে কর্মক্ষেত্রে নেই মহিলাদের ন্যূনতম সুরক্ষা। নামেই বেটি বাঁচাও বেটি পড়াও। উত্তরাখণ্ডের (Uttarakhand) একটি বেসরকারি হাসপাতালের শৌচাগার থেকে শুক্রবার এক নার্সের দেহ উদ্ধারের ঘটনায় রহস্য ক্রমশ বাড়ছে। পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃতের নাম সালোনি সিংহ। হরিদ্বারের জামালপুরের একটি হাসপাতালের নার্স ছিলেন তিনি। কাজের মাঝেই দু’ঘণ্টার জন্য নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি। খোঁজাখুঁজি শুরু হলে হাসপাতালের শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। হাসপাতাল কর্তৃপক্ষ যদিও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। ঘটনাটিকে অন্য মোড় দেওয়ার চেষ্টা হচ্ছে তবে মেয়েটির বাবা মা নিজেদের ধারণায় অটল। ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ জোগাড় করার চেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন-নয়াদিল্লিতে পদপিষ্টের ঘটনায় মৃত ১৮ জনের নাম প্রকাশ করল দিল্লি পুলিশ
হাসপাতাল কর্তৃপক্ষ যদিও জানিয়েছে সালোনির পরিবারের অভিযোগ মিথ্যে। শৌচাগারের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে নার্সের দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এটি আত্মহত্যা বা খুনের ঘটনা নয়। শরীরে কোনও আঘাতেরও চিহ্ন পাওয়া যায় নি। যদিও তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের অভিযোগ দায়ের করেছে।