বামনপোখরি জলাধার থেকে উদ্ধার গর্ভবতী হাতির দেহ

বামনপোখরিতে জলাধার থেকে উদ্ধার গর্ভবতী হাতির (elephant) দেহ। বন আধিকারিকরা হাতির দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন৷

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি: বামনপোখরিতে জলাধার থেকে উদ্ধার গর্ভবতী হাতির (elephant) দেহ। বন আধিকারিকরা হাতির দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন৷ সম্ভবত প্রসবকালেই হাতিটির মৃত্যু হয় বলে অনুমান বন দফতরের। গর্ভবতী হাতিটির বয়স ২৫ বছর বলে জানা গেছে৷ সুখিয়াখোলায় একটি জলাধারে হাতিটির দেহ দেখতে পান বনকর্মীরা।

আরও পড়ুন-দিনের কবিতা

এরপর খবর দেওয়া হয় বন আধিকারিকদের। খবর পেয়ে কার্শিয়াং বনবিভাগ ও বামনপোখরি রেঞ্জের বন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা পৌঁছে জেসিবি মেশিন দিয়ে হাতিটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেন। পশু বিশেষজ্ঞরা পৌঁছে জানান, হাতিটি গর্ভবতী রয়েছে। তবে শারীরিক অসুস্থতার কারণেই হাতিটির মৃত্যু হয়েছে বলে অনুমান। বন দফতরের নিয়ম অনুযায়ী তার শেষকৃত্য হবে।

Latest article