দিল্লিতে গর্ভবতী মহিলার মৃতদেহ উদ্ধার

সোমবার দিল্লির (Delhi) দ্বারকায় ২২ বছর বয়সী এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে

Must read

সোমবার দিল্লির (Delhi) দ্বারকায় ২২ বছর বয়সী এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। সূত্রের খবর, বিয়ের চার মাস পর, মহিলার পরিবার অভিযোগ জানিয়েছে যৌতুকের দাবিতেই খুন করা হয়েছে মহিলার। কোমল ওরফে বর্ষা নামের ওই মহিলা দুই মাসের গর্ভবতী ছিলেন বলে জানা গিয়েছে। ২১শে আগস্ট, মহিলার বাবা তাঁর মেয়েকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করার খবর পান। কিন্তু সেখানেই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন-আজব কাণ্ড যোগীরাজ্যে! কানপুরে সরকারি হাসপাতালের মধ্যেই ডাক্তারের আইফোন চুরি

মহিলার পরিবারের মতে, তাঁর স্বামী অমন এবং শ্বশুরবাড়ির লোকেরা যৌতুকের দাবিতে তাঁকে নিয়মিত নির্যাতন করত। তারা আরও অভিযোগ করেছে যে মহিলার স্বামী তাঁকে নিয়মিত মারধর করতেন। এই দম্পতি চলতি বছরে ১৬ এপ্রিল বিয়ে করেছিলেন এবং দিল্লির বাদু সরাই এলাকায় থাকতেন। মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে যৌতুক নেওয়া ও তার ফলে নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মহিলার পরিবার এবং প্রতিবেশীদের বয়ান রেকর্ড করেছে। প্রসঙ্গত, গত সপ্তাহে, গ্রেটার নয়ডায় এক ব্যক্তির বিরুদ্ধে তাঁদের বিয়ের নয় বছর পর তাঁর স্ত্রী নিকিকে যৌতুকের জন্য আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে, গ্রেটার নয়ডায় তাঁর শ্বশুরবাড়িতে নিকিকে ভিপিন নির্যাতন করছে। অভিযুক্তের শরীরে রক্তের দাগ স্পষ্ট। দেখা গিয়েছে নিকি আগুনে জ্বলন্ত অবস্থায় সিঁড়ি দিয়ে নামছেন এবং মেঝেতে বসে পড়ছেন।

Latest article